চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টাইগারদের আত্মবিশ্বাস কোথায় গেল ?

স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর, ২০১৯ | ১২:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ দলের ব্যাটিং দেখে হতাশই হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। ভারতীয় সাবেক এ অধিনায়ক ইন্দোরে টাইগারদের ব্যাটিং দেখে বলেছেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস এত নিচুতে কেন? বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ চেস্ট গার্ড পড়ে ব্যাটিংয়ে নামেন। আর এমন দৃশ্য দেখে একজন ধারাভাষ্যকার বলেন, ‘ফাস্ট বোলারদের খেলতে স্বাচ্ছন্দবোধ করে না বলে সাধারণত টেল এন্ডার (নিচের সারির) ব্যাটসম্যানদের দেখি পাঁজরে গার্ড পরতে। একজন মিডল অর্ডার ব্যাটসম্যান কেন চেস্ট গার্ড পরে খেলছে?’ ওই ধারাভাষ্যকারের কথা শেষ হতে না হতেই সুনীল গাভাস্কার বলেন, ‘চেস্ট গার্ড যেকোনো ব্যাটসম্যানই পরতে পারে। কিন্তু আত্মবিশ্বাস এত নিচুতে কেন? মাহমুদউল্লাহ তো ভালো ব্যাটসম্যান।’ শুধু মাহমুদউল্লাহ রিয়াদই নন, ইন্দোরে প্রথম ইনিংসে টাইগার কোনো ব্যাটসম্যান আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারেননি। যে কারণে ১৫০ রানে অলআউট হতে হয়েছে। টেস্ট ক্রিকেটে ১৫০ আহামরি কোনো স্কোর নয়! ব্যক্তিগতভাবে একজন ব্যাটসম্যান টেস্টে এর চেয়েও ঢের বেশি রান করার সক্ষমতা রাখেন। ভারতীয় ক্রিকেটারদের কথা বাদ, বাংলাদেশ দলেইতো এমন অনেক ব্যাটসম্যান রয়েছেন, যারা অতীতে ১৫০ বা তার বেশি রানের একাধিক ইনিংস খেলেছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। তার দেখাদেখি তামিম ইকবাল ও সাকিব আল হাসান টেস্টে ডাবল সেঞ্চুরি পেয়েছেন। সাকিব-তামিম যেহেতু ভারত সফরে নেই তাদের প্রসঙ্গ এখানে নয়। বাংলাদেশের বর্তমান টেস্ট দলে খেলা মুশফিক, মুমিনুল, ইমরুল কায়েসরাতো এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ ২১৯, ১৮১, ১৫০ রানের ইনিংস খেলেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের বৈরি কন্ডিশনে ১৪৬ রানের ইনিংস খেলেছেন। অথচ সেই মুশফিক, মুমিনুল, ইমরুল, মাহমুদউল্লাহদের নিয়ে গড়া বাংলাদেশ দল, ভারত সফরে ইন্দোর টেস্টে ব্যাটিংয়ে চরম ব্যর্থ। গতকাল ভারতের ইন্দোরে হলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদবদের গতির মুখে পড়ে তৃতীয় সেশন তথা চা পান বিররিত পরপরই অলআউট হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট