চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল সহজ জয় পেয়েছে পাঠানটুলী

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০১৯ | ১২:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় ও সিটি কর্পোরেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্ত: ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে সহজ জয় পেয়েছে ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় তারা সহজেই ৩-০ গোলে ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ডকে হারিয়েছে। একই মাঠে অনুষ্ঠিত বর্তমান চ্যাম্পিয়ন ২৫ নং রামপুর ওয়ার্ড ও ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের মধ্যেকার উপভোগ্য খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।

দিনের প্রথম খেলায় ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ডের বিরুদ্ধে একেবারে যোগ্যতর দল হিসেবে জয় আদায় করে নিয়েছে ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড।

খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে তাদের নিরঙ্কুস প্রাধাণ্য বজায় ছিলো। দলীয় শক্তি এবং কোটা সংগ্রহের দিক থেকেও মুন্সিয়ানার পরিচয় দিয়েছে ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড। ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ডের খেলোয়াড়রা মোটেও সমীহ আদায় করতে পারেনি। বিক্ষিতভাবে কয়েকবার আক্রমণে গেলেও শেষ পর্যন্ত ফলপ্রসু কিছুই করতে পারেনি। উপরন্তু কিপারের অমার্জনীয় ব্যর্থতায় শেষ গোলটি হজম করে। খেলার ১২ মিনিটে ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডের অধিনায়ক আনিস গোল করে দলকে এগিয়ে নেন (২-০)। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে ব্যবধান বাড়ান কোটার ফুটবলার আরিফ (২-০)।

শেষ দিকে অধিনায়ক আনিস আবারো গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড। জয়ী দলের অধিনায়ক আনিস সেরা খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে তাকে পুরস্কার বিতরণ করেন চসিক ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম। অপর ম্যাচটি সত্যিকার অর্থে বেশ উপভোগ্য ছিল। আক্রমন পাল্টা আক্রমণে ভরপুর খেলাটি দর্শকদের বেশ আনন্দ দিয়েছে। এ খেলায় যে কেউ জিততে পারতো, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত ড্র মেনে দু-দলকে মাঠ ছাড়তে হয়েছে। খেলার ৩০ মিনিটে ২৫ নং রামপুর ওয়ার্ডের আরাফাতের জোরালো শট ডিফেন্সের পায়ে লেগে গোল হয় (১-০)। ৫০ মিনিটে সমতা আনে ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড। এ সময় ডানপ্রান্তে সতীর্থের ক্রসে নিখুত হেডে গোল করেন ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের মিজান (১-১)। এ গোলে ম্যাচ সেরা হয়ে যান ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের মিজান। খেলা শেষে তাকে পুরস্কার বিতরণ করেন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াসউদ্দিন। আজকের খেলা : (১৫ নভেম্বর): ৩৬ নং গোসাইলডাঙ্গা বনাম ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর (বিকেল ৩টা ৪৫ মিনিট) এবং ২৯ নং পশ্চিম মাদারবাড়ি বনাম ২ নং জালালাবাদ (বিকেল ৫টা ২৫ মিনিট)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট