চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

তৌহিদের শতকে উড়ে গেল লংকান যুবারা

১৫ নভেম্বর, ২০১৯ | ১২:৫৫ পূর্বাহ্ণ

তৌহিদ হৃদয়ের শতকে শ্রীলংকান অনুর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩৪০ রান। যা টপকাতে গিয়ে ৩১.২ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় লংকান শিবির। ফলে ১৬১ রানের বড় জয় পায় স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ ১২৩ রান করেছেন করেছেন তৌহিদ হৃদয়। ৯৮ বল খেলে ৮টি চার ও ৬টি ছয়ের মারে এই সংগ্রহের দেখা পেয়েছেন তৌহিদ। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান এসেছে ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। আর ৫২ করে করেছেন মাহমুদুল হাসান জয় ও আকবর আলী। বল হাতে শ্রীলংকার হয়ে কাভিনদু নাদিশান,দিলশান মাদুশাঙ্কা ২টি করে এবং আমশি ডি সিলভা ও চামিন্দু পিউমাল নিয়েছেন ১টি করে উইকেট। ৩৪১ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁতে নেমে টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭৯ রানে গুটিয়ে যায় লংকান যুবারা। দলের সর্বোচ্চ ৫০ রান করেছেন নাভোদ পারাভিথানা। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে আভিষকা পেরেরার ব্যাট থেকে। বল হাতে বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ২টি করে এবং শামিম হোসেন,অভিষেক দাস, রকিবুল হাসান ও শাহাদাত হোসেন ১টি করে উইকেট নিয়েছেন। এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে থাকল স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল ‘বুলবুল তান্ডব’ এ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট