চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

গার্ডের আফসোস

১৪ নভেম্বর, ২০১৯ | ১২:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় তিনি। এক যুগের দীর্ঘ ক্যারিয়ারে শুধু দেশেই নয়, বাইরেও অনেক ভক্ত পেয়েছেন তিনি। তারই যেনো প্রমাণ পাওয়া গেলো ভারতে। সাকিব আল হাসান না থাকায় হতাশা প্রকাশ করেন ভারতের এক সিকিউরিটি গার্ড। বিশাল রাজপুত নামের এ ভক্ত সপ্তাহখানেকের জন্য পেয়েছেন ইন্দোর ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি গার্ডের চাকরি। রাজপুত বলেন, ভারতে আইপিএল খেলতে আসেন সাকিব। এই ইন্দোর মাঠেও এসেছিলেন। আমি টিকিট কিনে খেলা দেখতে এসেছিলাম। অনেক দারুণ একজন ক্রিকেটার। আমার তাকে খুব ভালো লাগে। আমি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তাকেই বেশি চিনি। তিনি এলে খুব ভালো লাগতো। জানেন, আমি এখানে সিকিউরিটির চাকরি নিয়েছি পার্টটাইমার হিসেবে। শুধু খেলার দেখার জন্য। সাকিবের জন্য অনেক আফসোস করেন বিশাল রাজপুত। টাইগার অলরাউন্ডার নিষিদ্ধ হওয়ার কথা শুনে তিনি বলেন, আমি এখানে দাঁড়িয়ে কাজ করছি কারণ নেটে ক্রিকেটার আসে ব্যাট করতে। ভেবেছিলাম সাকিব হয়তো টেস্টে আসবে। এখন তোমার কাছে শুনলাম ও (সাকিব) এক বছর নিষিদ্ধ। ভীষণ খারাপ লাগছে।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট