চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবলের উদ্বোধন উদ্বোধনী খেলায় পয়েন্ট ভাগাভাগি

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০১৯ | ১২:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় ও সিটি কর্পোরেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্ত: ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট গতকাল থেকে সন্ধ্যে ৬ টায় এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড ও ১৬ নং চকবাজার ওয়ার্ডের খেলাটি গোলশূণ্য (০-০) ড্র করেছে। খেলায় দু-দলই গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তবে তুলনামূলক ভাবে খেলায় বাগমনিরামের কিছুটা প্রাধান্য পরিলক্ষিত হয়েছে। তাদের কোটার সংগ্রহও ভালো ছিল। চট্টগ্রামের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমেদ। চট্টগ্রামের পুলিশ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সিজেকেএস ফুটবল কমিটির চেয়ারম্যান এস এম মেহেদী হাসান’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও শাহজাদা আলম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, টুর্নামেন্ট পরিচালন কমিটির আহ্বায়ক সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান ও সদস্য সচিব সিজেকেএস ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম লেদু, সিডিএফএ সহ-সভাপতি ও সিজেকেএস ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান এস এম শহীদুল ইসলামসহ একাধিক চসিক কাউন্সিলর এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে চসিক হোসেন আহমদ চৌধুরী স্কুল এন্ড কলেজের ছেলে মেয়েদের দেশীয় ঐতিহ্যে ভরা মনোজ্ঞ ডিসপ্লে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। একই অনুষ্ঠানে চসিক কাপাসগোলা গার্লস হাই স্কুলের মেয়েরাও ডিসপ্লে প্রদর্শন করে। খেলা শেষে প্যানেল মেয়র জোবাইদা নার্গিস সেরা খেলোয়াড় চকবাজার ওয়ার্ডের আকরামকে পুরস্কার তুলে দেন।
আজকের খেলা (১৪ নভেম্বর): ২০ নং দেওয়ানবাজার বনাম ২৮ নং পাঠানটুলী (বিকেল ৩টা ৪৫ মিনিট) এবং ২৫ নং রামপুর বনাম ৩ নং পাঁচলাইশ (বিকেল ৫টা ২৫ মিনিট)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট