চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সেরা খেলোয়াড় জেভিয়ার, সর্বোচ্চ গোলদাতা অন্তর দাশ

স্কুল হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন জে এম সেন

১৩ নভেম্বর, ২০১৯ | ৪:৪৩ পূর্বাহ্ণ

২১তম স্কুল হকি লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে জে এম সেন স্কুল। গতকাল মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলকে সুপার থ্রির পর্বের শেষ ম্যাচে ৩-২ গোলে হারিয়ে জে এম সেন স্কুল এ কৃতিত্ব অর্জন করেছে।

স্বাগতিক মিউনিসিপ্যাল ড্র করলেই চ্যাম্পিয়ন আর জে এম সেন এর জয়ের বিকল্প ছিল না। এমন সমীকরণে জে এম সেন স্কুলের হয়ে অন্তর দাশ দুটি ও রাজিব এবং মিউিনিসিপ্যালের ইমাজ উদ্দীন গোল করেন। নির্বাচিত ম্যাচ সেরা দৌদুল দাশ, সর্বোচ্চ গোলদাতা অন্তর দাশ (১৪ গোল) এবং সেরা খেলোয়াড় সানী জেভিয়ার ডায়েস, এই ৩ জনই জে এম সেন স্কুলের । লীগে সুপার র্থ্রী পর্ব সহ ৫ খেলাশেষে সর্বোচ্চ ১১ পয়েন্ট অর্জন করে জে.এম.সেন স্কুল আপরাজিত চ্যাম্পিয়ন হয় এবং সমসংখ্যাক খেলায় ১০ পয়েন্ট অর্জন করে মিউনিসিপ্যাল স্কুল রানার্স আপ হয়। খেলা পরিচালনা করেন রিটু চৌধুরী ও সামিন আল মোহাইমিন। খেলা শেষে চট্টগ্রামের সাবেক কৃতি হকি খেলোয়াড় মোহাম্মদ ফারুক প্রধান অতিথি হিসাবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। কেন্দ্রের পরিচালক মোশফেকুর রহমান আরমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক তমাল চৌধুরী, হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান মহসিনুল হক চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী আন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হকি কেন্দ্র পরিচালক শৈবাল আচার্য্য, সদস্য মিজানুর রহমান, সামিন আল মোহাইমিন, রনি দত্ত, অন্বেষ চৌধুরী এবং প্রচার বিভাগ প্রধান রিটু চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট