চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শামীম-হৃদয়ের ঝড়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা

১২ নভেম্বর, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টি আঈনে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন বাংলাদেশের যুবারা। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি ভেস্তে গিয়েছিল। একই ভেন্যুতে গতকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। আকবরের আমন্ত্রনে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে পারানাভিথানা ও মোহাম্মদ সামাজ ৪০ রান যোগ করেন। তখনই ব্যক্তিগত ১০ রানে শামীম হোসেনের বলে রাকিবুল হাসানকে ক্যাচ দেন সামাজ। এরপর ১০০’র আগে আরও ৩ ব্যাটসম্যানকে বিদায় করেন বাংলাদেশের বোলাররা। ৩৩ রান আসে রভিন্দ রাসানথার ব্যাট থেকে। তবে আরেক প্রান্তে একাই রানের চাকা সচল রাখেন ওপেনার পারানাভিথানা। ৭৫ বলে ৯ চার ও ১ ছয়ে ৭৮ রান করে দলীয় ১৬০ রানে সাজঘরে ফেরেন এই লঙ্কান। শেষের দিকে ২২ বলে ৫ চারে ৩৩ রান করেন রাভিন্দু। ৩৪ বলে ২ চারে ৪১ রান আসে গামাগের ব্যাট থেকে। এছাড়া সাতে নেমে ২০ বলে ১ চার ও ২ ছয়ে ৩০ রান নিয়ে লঙ্কানদের স্কোর ২০০’র ওপর নিয়ে যান চামিন্দু পিউমল। ৩১ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৯ রান স্কোরবোর্ডে জমা করতে পারে সফরকারীরা। টাইগার যুবাদের হয়ে ২ টি করে উইকেট নেন শামীম হোসেন ও রাকিবুল হাসান। জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪২ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিলো স্বাগতিকরা। তানজিদ হাসান তামিম ২, পারভেজ হোসেন ইমন ৮, মাহমুদুল হাসান জয় ১১ ও শাহাদত হোসেন ৩ রান করে ফিরে যান সাজঘরে। সেখান থেকে দলকে টেনে তোলেন শামীম হোসেন এবং তৌহিদ হৃদয়। পঞ্চম উইকেটে ১৭.৪ ওভারে শামীম হোসেন তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে যোগ করেন ১৬১ রান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট