চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

টেস্ট মিশনে ইন্দোরে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

সাফল্য দিয়ে শুরু হতাশায় শেষ! টি-টোয়েন্টি সিরিজটা জেতা হলো না বাংলাদেশ ক্রিকেট দলের। তবে অনেক ইতিবাচক কিছু সঙ্গী হয়েছে টাইগারদের। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার টেস্ট মিশনে মধ্য প্রদেশের শহর ইন্দোরে পা রেখেছেন মুমিনুল-মুশফিকুর রহিমরা। শহরের বিজয় নগরের মেঘদূত গার্ডেনের পাঁচ তারকা ম্যারিয়ট হোটেলে উঠেছে বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা। নাগপুর থেকে সরাসরি ফ্লাইটে স্থানীয় সময় গতকাল দুপুরে ইন্দোরে পা রেখেছে টাইগাররা। হোটেলে পৌঁছেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ক্রিকেটাররা। স্থানীয় রীতিতে কপালে ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হয় মুশফিকদের। প্রথম দিনটা অবশ্য বিশ্রামেই কাটবে লাল-সবুজের প্রতিনিধিদের। পরের দিনই শুরু করে দেবে টেস্টের প্রস্তুতি। যে মাঠে খেলা হবে সেই ইন্দোর হলকার স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের কাজ। টি-টোয়েন্টির দুই ভেন্যু রাজকোট আর নাগপুরের মাঠ শহরের বাইরে হলেও ইন্দোরের স্টেডিয়ামটি দূরে নয়। লোকালয়ের মধ্যেই গড়ে তোলা হয়েছে এই ক্রিকেট মাঠটি। প্রথমবারের মতো এই শহরে খেলতে গিয়েছে টাইগাররা! হলকার স্টেডিয়ামে ১৪ নভেম্বর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দল। তার আগের দু’দিন চলবে প্রস্তুতি। বিরাট কোহলিদের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের এই সিরিজে টাইগারদের নেতৃত্বে আছেন মুমিনুল হক। সাকিব আল হাসান হঠাৎ করেই নির্বাসিত হতেই অধিনায়ক করা হয়েছে তাকে। মুমিনুল ছাড়াও ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, সাঈফ হাসান, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি নাগপুর থেকেই আছেন দলের সঙ্গে। যেখানে বাংলাদেশ খেলেছে তাদের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সিরিজ জয়ের সম্ভাবনা জাগালেও শেষ অব্দি ম্যাচটাতে ৩০ রানে হেরে যায় দল। টেস্ট সিরিজের দলে আছেন মোসাদ্দেক হোসেন। কিন্তু পারিবারিক কারণে এই অলরাউন্ডারের গতকাল দেশে ফেরার কথা। তিনি টেস্ট দলে যোগ দিতে কবে ফিরবেন সেটা এখনো জানা যায়নি। বাংলাদেশ টেস্ট দলঃ
মুমিনুল হক (অধিনায়ক), ইমরুল কায়েস, সাদমান ইসলাম, সাঈফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট