চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্কুল হকির সুপার থ্রি পর্বের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি

১০ নভেম্বর, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

২১ তম স্কুল হকির সুপার থ্রি পর্বের প্রথম ম্যাচটি ড্র হয়েছে। গতকাল মিউনিসিপ্যাল স্কুলের মাঠে অনুষ্ঠিত জে এম সেন স্কুল ও হাতে খড়ি স্কুলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দ্বিতীর্য়াধের ৪৮ মিনিটে সম্মীলিত আক্রমণ থেকে সরোয়ার বুদ্ধিদীপ্ত কানেক্টে (১-০) গোলে এগিয়ে যায় হাতে খড়ি স্কুল।

পরবর্তীতে অব্যাহত আক্রমন থেকে ৫৭ মিনিটে দর্শনীয় ফ্লিকে অন্তর গোল করে (১-১) সমতায় আসে জে এম সেন। ম্যাচের অন্তিম সময় পর্যন্ত প্রানান্তকর প্রচেষ্টা চালিয়ে কোন দল আর গোল না পাওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল। খেলা পরিচালনা করেন রিটু চৌধুরী ও সামিন আল মোহাইমিন। গতকালের ম্যাচের সেরা খেলোয়ার নির্বাচিত হয় হাতে খড়ি স্কুল এন্ড কলেজের অধিনায়ক জিদনী। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন হকি কেন্দ্রের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান মুহাম্মদ মহসিনুল হক চৌধুরী। আজকের খেলাঃ- সুপার থ্রি’র দ্বিতীয় ম্যাচ- মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ বনাম হাতে খড়ি স্কুল এন্ড কলেজ, (বিকাল- ৩ টায়)। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট