চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাজে সিদ্ধান্তে আউট হচ্ছেন সৌম্য-লিটন

স্পোর্টস ডেস্ক

১০ নভেম্বর, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

শুরুটা ভালো করেও বারবার আউট হয়ে যাচ্ছেন হুট করে। থিতু হওয়ার পরও লিটন দাস ও সৌম্য সরকারের ইনিংস বড় করতে না পারার পেছনে গুরুত্বপূর্ণ সময়ে বাজে সিদ্ধান্ত অন্যতম প্রধান কারণ বলে মনে করেন রাসেল ডোমিঙ্গো। প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রান করেন সৌম্য, পরেরটিতে ৩০। টি-টোয়েন্টিতে সবশেষ ৬ ইনিংসে তিনবার দুই অঙ্ক ছুঁয়েছেন লিটন, একবারও যেতে পারেননি ৪০ পর্যন্ত। কেন বড় হচ্ছে না এই দুই তরুণের ইনিংস, উত্তর খুঁজছেন বাংলাদেশের প্রধান কোচও। ‘সম্ভবত উত্তরটা ওরা দিতে পারবে। ওরা বড় স্কোরের চেষ্টা করছে। টেকনিক্যাল কোনো সমস্যা নেই। হতে পারে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে কিছু বাজে সিদ্ধান্তের জন্য ওরা আউট হয়ে যাচ্ছে।’ ‘ওদের এটা নিয়ে কাজ করতে হবে। ইনিংস বড় করতে ওদের যথাযথ সিদ্ধান্ত নিতে হবে।’ এটা অবশ্য শুধু লিটন, সৌম্যর একার সমস্যা না। টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলতে ব্যর্থ হচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। আর রাজকোটে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পেছনে এটাই মূল কারণ বলে মনে করছেন ডোমিঙ্গো। ‘আগের ম্যাচে সবচেয়ে বড় সমস্যা ছিল কেউ ৭০ বা ৮০ রান করতে পারেনি। প্রথম ম্যাচে বড় ইনিংস খেলে দলকে টেনেছিল মুশফিক। কেউ যখন ত্রিশ পর্যন্ত যায় তার বড় ইনিংস খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত।’ ‘মুশফিক প্রথম ম্যাচে বড় ইনিংস খেলেছিল, আমরা জিতেছিলাম। রোহিত বড় স্কোর করায় ভারত জেতে দ্বিতীয় ম্যাচে। আমাদের কয়েকজন ত্রিশ পর্যন্ত গেছে, সৌম্য, লিটন আউট হওয়ার চেষ্টা করছে না, কিন্তু ওরা ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে বাজে সিদ্ধান্ত নিচ্ছে। আমার মনে হয় না এটা কোনো টেকনিক্যাল সমস্যা। হতে পারে গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটায় ওদের উন্নতি করতে হবে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট