চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

দৈত্যাকৃতির বোলার

৯ নভেম্বর, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

এতিদন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে লম্বা ক্রিকেটারের ‘পদমর্যাদা’ পেয়ে আসছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান। ৭ ফুট ১ ইঞ্চির ইরফানই ক্রিকেট ইতিহাসের সব থেকে লম্বা ক্রিকেটার। কিন্তু এবার ইরফানকে পিছনে ফেলে দিতে আসছেন আরেকজন। তিনিও পাকিস্তানেরই বটে।

তবে তার এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। উচ্চতা ইরফানের চেয়ে ৩ ইঞ্চি বেশি, ৭ ফুট ৪ ইঞ্চি! সব কিছু ঠিকঠাক থাকলে মোহাম্মদ মুদাচ্ছিরের অভিষেক হতে আর হয়তো বেশি দেরি নেই। ক্রিকেট বিশ্বকে চমকে দিতে তলে তলে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ৭ ফুট ৪ ইঞ্চির মুদাচ্ছিরের পেশাদার ক্রিকেটে অভিষেক হতে পারে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী মৌসুমে। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পারেন এই দীর্ঘকায় ক্রিকেটার। কালান্দার্সের প্লেয়ার্স ডেভলপমেন্ট প্রোগ্রাম থেকে উঠে এসেছেন মুদাচ্ছির। ইতিমধ্যে মূল দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। মুদাচ্ছির মূলত স্পিনার। অনেকদিন ধরেই এই তরুণকে তৈরি করা হচ্ছে।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট