চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রদ্রিগোর আলোয় উজ্জ্বল রিয়াল

স্পোর্টস ডেস্ক

৮ নভেম্বর, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিন দেখেছে মোট ৪টি লাল কার্ড। অবশ্য দশ জনের কোনো দলকেই হারতে হয়নি। মোট গোল হয়েছে ২৭টি।

পেনাল্টি ঠেকিয়ে যেমন নায়ক হয়ে গেছেন কেইলর নাভাস, লাল কার্ড দেখে গোলরক্ষকদের নতুন রেকর্ডও গড়তে হয়েছে ক্লদিও ব্রাভোকে। তবে অভিষেকে আলো ছড়িয়ে আলোচনায় রিয়াল মাদ্রিদের রদ্রিগো। হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থের গোলে রাখলেন অবদান। অন্যদের পারফরম্যান্সও ছিল নজরকাড়া। দল হিসেবে এমন জ্বলে ওঠার দিনে গালাতাসারাইকে উড়িয়ে নকআউট পর্বে ওঠার পথে এগিয়ে গেছে জিনেদিন জিদানের দল।

সান্তিয়াগো বার্নব্যুয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে ৬-০ গোলে জিতেছে ইউরোপের সফলতম দলটি। জোড়া গোল করেছেন করিম বেনজেমা। আরেক গোলদাতা রামোসের। জুভেন্টাসকে হাসি উপহার দিয়েছেন ডগলাস কস্তা। প্রতিপক্ষ লোকোমোতিভ মস্কোর মাঠে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে জুভরা।
আতালান্তার বিপক্ষে পয়েন্ট হারিয়েছে ম্যান সিটি। ইতালিয়ান ক্লাবটির মাঠ থেকে ‘সি’ গ্রুপের ম্যাচে ১-১ ড্র করে ফিরেছে সিটি। ওদিকে টানা চতুর্থ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল পিএসজি। ‘এ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে ১-০ গোলে জেতে ফরাসি চ্যাম্পিয়নরা। ক্লাব ব্রুজের মাঠে প্রথম দেখায় ৫-০ গোলে জিতেছিল টমাস টুখেলের দল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট