চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাঁকজমক হচ্ছে না আইপিএলের উদ্বোধনী

স্পোটর্স ডেস্ক

৭ নভেম্বর, ২০১৯ | ৩:১৯ অপরাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল-এর উদ্বোধন অনুষ্ঠান মানেই জাঁকজমক আয়োজন। বলিউড থেকে হলিউড তারকাদের ভিড়। এবার হয়তো নিতান্তই সাদা-মাটা ভাবেই শুরু হতে চলেছে আইপিএল। নতুন মৌসুমে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিষয়টিকে ‘টাকা নষ্ট’ বলেই আখ্যা দিয়েছে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান মানে টাকা নষ্ট। ক্রিকেট ভক্তরা এইসবে মোটেও আগ্রহী নয়। পারফর্মারদের পিছনে অনেক টাকা খরচ হয়ে যায়।’

বিসিসিআই এক বার্তায় জানিয়েছে, ‘আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের খরচ ২০ কোটি টাকা। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই টাকার ১১ কোটি দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীকে, সাত কোটি যাবে সিআরপিএফ-এ এবং এক কোটি করে দেওয়া হবে নেভি ও এয়ারফোর্সকে।’

উল্লেখ্য, ২০১৯ আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল হয়ে গিয়েছিল পুলওয়ামা আক্রমণের জন্য। সেই পুরো টাকাটাই সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে এই টাকা ওড়ানো বন্ধ হলো।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট