চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৩য় বিভাগ ক্রিকেটে সন্দ্বীপ উপজেলার রেকর্ড ৩ শতাধিক রান

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

৭ নভেম্বর, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ

সিজেকেএস ৩য় বিভাগ ক্রিকেট লিগের ইতিহাসে রেকর্ড ৩ শতাধিক রান করে রেকর্ড রানের জয় পেয়েছে সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা। গতকাল সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় তারা ২১৬ রানের বড় ব্যবধানে ফ্রেন্ডস ক্লাব জুনিয়রকে হারিয়েছে। টসে জিতে সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রান সংগ্রহ করে। জবাবে ফ্রেন্ডস ক্লাব জুনিয়র ৩০.১ ওভারে মাত্র ৮৯ রানে অল-আউট হয়েছে। এ দলের হয়ে আনিসুজ্জামানের ৬ চারে ২৮ এবং রফিউজ্জামানের ২চারে ১২ রান ছাড়া বাকি ৯ জনের রান ছিল এক অংকের। অতিরিক্ত খাতে ২৩ রান যোগ না হলে আরো ছোট হতে পারতো ফ্রেন্ডস জুনিয়রের ইনিংস। সন্দ্বীপ উপজেলার জুয়েল ২, সাইফুল ১৭ ও সারুক ১৯ রানে প্রত্যেকে ২টি করে এবং মাহামুদ ১১, আতিকুর ১৬ ও আরাফাত ১৯ রানে প্রত্যেকে ১টি করে উইকেট দখল করেন।

সন্দ্বীপ উপজেলার হয়ে রিফাত সর্বোচ্চ ৭৯ (৯চার ও ২ছক্কা) রান করেন ৯১ বলে। এছাড়া আরাফাত ৫৭ (৪চার ও ৪ছক্কা), ফরিদ ৪৫ (৭চার ও ১ছক্কা), সারুক অপ: ২৪ (১চার ও ৩ছক্কা), সাইফুল ১৭ (২ছক্কা), জুয়েল ১৫ (২চার) এবং দিদারুল ১১ (২চার) ও মুরাদ ১১ (১ছক্কা) রান করেন। অতিরিক্ত খাতে ৪৫ রান যোগ হয়। ফ্রেন্ডস ক্লাব জুনিয়রের আনিসুজ্জামান ৫১ রানে ২টি এবং সোহেল ৩১, হাসান ৩৬, আব্দুল্লাহ ৫২ ও তোফাজ্জল ৭৮ রানে প্রত্যেকে ১টি করে উইকেট নেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট