চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লিটল জুয়েলস স্কুলের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

৭ নভেম্বর, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

লিটল জুয়েলস্ স্কুলের বার্ষিক কারাতে প্রতিযোগিতা ৫ নভেম্বর স্কুলের মিডল সেকশানে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা ১১ টি ইভেন্টের ৪৪টি পদকের জন্য লড়াইয়ে অংশগ্রহণ করে। সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিনিয়র সেকশানের হেড মিষ্ট্রেস আশরাফ সাদাত। স্কুলের প্রধান কারাতে কোচ এবং এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ সেনসি কাউসার আহমেদ এর সার্বিক নির্দেশনা ও পরিচালনায় সম্পন্ন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পদক বিতরণ করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল ফারহানাজ কাইয়ুমের সভাপতিত্বে সম্পন্ন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন সি সেকশানের হেড মিষ্ট্রেস রেশমা আনিস, মিডল সেকশানের হেড মিষ্ট্রেস রাশিদা বাবাত, জুনিয়র সেকশানের হেড মিষ্ট্রেস নাগমা ইসলাম, চট্টগ্রাম কারাতে রেফারি এসোসিয়েশনের কর্মকর্তা মহিনউদ্দীন মহিম, মোমেনা খানম মুমু, মিনহাজ খান, রাফাত শাহরিয়ার, আজমল হোসেন ও নাজমুল খাইর। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট