চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভেটারেন ফুটবলে জিতেছে এলএসআরবিএমপি অপর ম্যাচে পয়েন্ট ভাগাভাগি

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

৭ নভেম্বর, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জানালিস্টস স্পোর্টস ক্লাব আয়োজিত কম্প্রিহেন্সিভ হোল্ডিংস-কে এম এজেন্সি ভেটারেন (চল্লিশোর্ধ্ব) ফুটবল টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে এলএসআরবিএমপি। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৫-০ গোলে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে।

খেলার উল্লেখযোগ্য দিক ছিল জয়ী দলের আসাদের টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক। একই মাঠে অনুষ্ঠিত অপর খেলায় আবদুল মালেক স্মৃতি এফসি ও পটিয়া এ টি এম মহিবুল্লাহ স্মৃতি সংসদ ২-২ গোলে ড্র করেছে। এর ফলে এলএসআরবিএমপি ও আবদুল মালেক স্মৃতি এফসি ২ খেলায় ৪ পয়েন্ট পেয়ে বি-গ্রুপে পয়েন্ট তালিকায় যৌথভাবে শীর্ষে অবস্থান করছে। তবে গোল গড়ে এগিয়ে রয়েছে এলএসআরবিএমপি। তারা ৬ গোলের বিপরীতে ১টি গোল হজম করেছে। অন্যদিকে মালেক স্মৃতি ৫ গোল দিয়ে ৩ গোল হজম করেছে। পটিয়া এ টি এম মহিবুল্লাহ স্মৃতি সংসদের পয়েন্ট ২ খেলায় ২ এবং হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা টানা ২ পরাজয়ে এখনো পয়েন্টের মুখ দেখেনি। গতকালের খেলায় এলএমআরবিএমপি’র হয়ে আসাদের হ্যাটট্রিকের পর অপর গোল ২টি করেন ফেরদৌস। অন্যম্যাচে আবদুল মালেক স্মৃতি’র শামসু ও শিমুল বড়–য়া এবং এ টি এম মহিবুল্লাহ স্মৃতি’র নাছির ও আবুল গোল করেন। খেলা শেষে ম্যাচসেরা হ্যাটট্রিক ম্যান আসাদকে সিজেকেএস নির্বাহী সদস্য ও সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল এবং আবদুল মালেক স্মৃতি’র শিমুল বড়–য়াকে ক্রেস্ট তুলে দেন সাবেক জাতীয় ফুটবলার এজহারুল হক টিপু। উল্লেখ্য আসাদ ও শিমুল বড়–য়া নিজস্ব প্রথম ম্যাচেও সেরা খেলোয়াড় হয়েছিলেন। এদিকে আগামীকাল শুক্রবারের ২টি খেলা অনিবার্যকারণ বশত: স্থগিত রাখা হয়েছে। খেলা ২টি বডিলি শিফট হয়ে ৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। ঐদিন প্রথম খেলায় আবদুল মালেক স্মৃতি এফসি ও এলএসআরবিএমপি (২-৪৫টা) এবং হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা ও পটিয়া মহিবুল্লাহ স্মৃতি সংসদ (৩-৪৫টা) মুখোমুখি হবে। সে হিসেবে মাঠের অপ্রতুলতা ও মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের কারণে ১০ নভেম্বর ২টি সেমিফাইনাল ও ১১ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে অংশগ্রহণকারী দলসমুহের সার্বিক সহযোগিতা কামনা করেছেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি দেবাশীষ বড়–য়া দেবু ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্ চৌধুরী। আজকের খেলায় চান্দগাঁও খেলোয়াড় সমিতি ও দেলোয়ার হোসেন ফাউন্ডেশন (২-৪৫টা) এবং প্রভাত ক্লাব ও মুক্তকন্ঠ গ্রিন (৩-৪৫টা) মুখোমুখি হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট