চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এখন কিছু বলতে চান না মাশরাফি

২২ অক্টোবর, ২০১৯ | ১:১৭ পূর্বাহ্ণ

ক্রিকেটারদের ধর্মঘটে উত্তাল ক্রিকেটাঙ্গণ। বিভিন্ন দাবি আদায়ে হঠাৎ ফুঁসে উঠেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ১১ দফা দাবি উত্থাপন করে ঘোষণা দেওয়া হয়েছে, দাবি না মানা পর্যন্ত ক্রিকেট সংশ্লিষ্ট কোন কাজে অংশগ্রহণ করবে না তারা। এদিকে এসবের মধ্যে কোথাও নেই মাশরাফি বিন মর্তুজা। মিরপুরে ক্রিকেটারদের দাবি উত্থাপনের সময় দেখা যায়নি মাশরাফিকে।

পঞ্চপা-বের অন্য চারজন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা গেছে আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিতে।

মাশরাফি তার এই অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘যখন ক্রিকেট নিয়ে কথা বলবো তখন ক্রিকেটের কথা। এখন ক্রিকেট নিয়ে কোন কথা নয়। বিশ্বকাপের পর থেকে আর ক্রিকেট নিয়ে কথা বলছিনা। আবার যখন ক্রিকেটে ফিরবো তখন এ বিষয়ে কথা বলবো।’ এদিকে অনেকেই বলছেন, ক্রিকেটারদের দাবি আদায়ে বড় ভুমিকা রাখতে পারতেন মাশরাফি। কেননা ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার পাশাপাশি মাশরাফি ক্রিকেটাঙ্গনে বেশ প্রভাবশালী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট