চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

আলোচনা করেই টি-টেনের ছাড়পত্র দেবে বিসিবি

২১ অক্টোবর, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

আরব আমিরাতে তিন বছর আগে শুরু হয়েছে ক্রিকেটের নতুন সংস্করণ টি-টেন লিগ। ওয়ানডে, টেস্ট আর টি-টোয়েন্টির পর এটি নতুন লিগ। লিগে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশি তারকারা। তবে শোনা যাচ্ছিল তাদের ছাড়পত্র দেয়া হবে না। তবে এ ব্যাপারে গুঞ্জণ উড়িয়ে দিলেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। টি-টেন লিগে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি। সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটের নতুন ফরম্যাট টি-টিনের তৃতীয় আসর মাতাবেন বাংলাদেশ জাতীয় দলে খেলা অনেক তারকা। তবে জাতীয় লিগের ব্যস্ততায় বাংলাদেশীদের অনাপত্তিপত্র না দেয়ার কথা চাউর হলেও তা উড়িয়ে দিয়েছে বিসিবি। ঘরোয়া ক্রিকেট কে প্রাধান্য দিয়ে অন্য কিছু বিবেচনা করবেনা বিসিবি-এমন গুঞ্জনে চোখ কপালে উঠেছে বাংলা টাইগার্স কর্তৃপক্ষের। তবে বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘দেখুন বিসিবি কাওকে ছাড়পত্র (এনওসি) দিবেনা বলে নাই। আমাদের কাছে আমাদের ঘরোয়া ক্রিকেটটা বেশী প্রাধান্য পাবে। সে ক্ষেত্রে কেউ যদি বাইরে খেলতে যেতে চায়, তবে আমরা সবার সাথে আলোচনা করে এ বিষয় সিদ্ধান্ত নেব।’ আগের দুই আসরে বাংলা নামক ফ্রাঞ্চাইজি থাকলেও বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এমন কোনো দল ছিলনা। বাংলা টাইগার্স নামে এবার প্রথম বাংলাদেশী মালিকানাধীন দল অংশ নিচ্ছে। যেখানে নাম লিখিয়েছেন বেশ কিছু বাংলাদেশী তারকা। বাংলা টাইগার্স ম্যানেজমেন্ট দলে ভিড়িয়েছেন এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী, আরাফাত সানি, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান ও আবু হায়দার রনির মত তারকাদের। যারা মাঠ মাতাচ্ছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগে।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট