চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে আজ কোন খেলা নাই

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২১ অক্টোবর, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট থেকে ঢাকা আবাহনী নাম প্রত্যাহার করে নেয়ায় নতুন দল হিসেবে ভারতের শ্রী গকুলাম কেরালা এফসিকে দল অর্ন্তভুক্ত করা হয়েছে। এর ফলে খেলার সূচিতে পরিবর্তন করতে বাধ্য হয়েছে আয়োজক কমিটি। নতুন সূচি অনুযায়ী আজ কোন খেলা নাই। আজ খেলার বিরতি দিয়ে আগামীকাল (২২ অক্টোবর) থেকে পুনরায় শুরু হবে এবং ২টি খেলা অনুষ্ঠিত হবে। কেরেলা এফসি দল আজ চট্টগ্রামে এসে পৌছাবে। ভিসা জটিলতার কারণে দলটি সঠিক সময়ে চট্টগ্রামে এসে পৌছাতে পারেনি বলে এ পরিবর্তন আনা হয়েছে। তারা ২২ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধারা কিংস দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। ঐ দিন বিকেল ৪টায় ভারতের অপর দল চেন্নাই সিটি এফসি মোকাবেলা করবে মালয়েশিয়ার তেলাঙ্গুনা এফসির। উল্লেখ্য ঢাকা আবাহনী লিমিটেড শেষ দিকে এসে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় টুর্নামেন্ট কমিটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ভারতের আই-লিগের অন্যতম শক্তিশালী দল কেরেলা এফসিকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। একই কারণে সূচিতে বেশ পরিবর্তন আনা হয়েছে। এর আগে দুটি সেমিফাইনাল দু’দিনে করার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী এক দিনেই (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট