চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ম্যাচ পাতিয়েছিলেন ফার্গুসন?

২০ অক্টোবর, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

খবরটা শুনে ফুটবল ভক্তদের চোখ নিশ্চয়ই কপালে উঠে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার এলেক্স ফার্গুসন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পাতানোয় সাহায্য করেছিলেন, এমন খবরে চক্ষু চড়কগাছ হওয়াই তো স্বাভাবিক। ইতালির বিতর্কিত ফুটবল এজেন্ট গুইসেপ্পে পালিয়ারার এক মামলার শুনানিতে আইনজীবী ব্রায়ান ও’নেইল জানিয়েছেন, ইউনাইটেড-জুভেন্টাস ম্যাচ পাতানোর জন্য পালিয়ারা ফার্গুসনকে ‘উপহার’ হিসেবে ৩০ হাজার পাউন্ডের একটি রোলেক্স ঘড়ি দিয়েছিলেন। ৬৪ বছর বয়সী পালিয়ারা সেই ২০০৪ সালে থেকেই ম্যাচ পাতানোর অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। সিরি বি এর জেনোয়া-ভেনেসিয়া ম্যাচ পাতানোর দায়ে তাকে গ্রেফতারও করেছিল পুলিশ। ঐ ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন দুই ক্লাবের প্রেসিডেন্টও। তদন্তের পর জেনোয়াকে তৃতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছিল। ২০১৬ সালে পালিয়ারার কারণেই ইংল্যান্ড কোচ স্যাম অ্যালারডাইসকে চাকরি হারাতে হয়। -ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট