চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এল ক্ল্যাসিকোর নতুন তারিখ নিয়ে একমত রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

স্বাধীনতাকামীদের ওপর দম-পীড়ন, জেল-জুলুমের প্রতিবাদে এখন অগ্নিগর্ভ কাতালুনিয়া। রাজধানী বার্সেলোনায় জ্বালাও-পোড়াও আন্দোলন চলছে। এ পরিস্থিতিতে নিরাপত্তার অভাব দেখা দেয়ায় ন্যু ক্যাম্পে ২৬ অক্টোবর এল ক্ল্যাসিকো আয়োজন পড়ে গেছে তুমুল শঙ্কায়। যে কারণে এল ক্ল্যাসিকো পিছিয়েই দেয়া হয়েছে। তবে আবার কবে এল ক্ল্যাসিকো অনুষ্ঠিত হবে, সেটা নিয়েই দেখা দিয়েছে দারুণ সংশয়। কারণ, পুরো মৌসুমেরই তো সূচি নির্ধারিত। কিভাবে এল ক্ল্যাসিকোর ম্যাচ আয়োজন সম্ভব হবে? তবুও এল ক্ল্যাসিকোর নতুন তারিখ নিয়ে তুমুল বিতর্কের সূচনা হয়। অবশেষে বার্সেলোনার প্রস্তাবই মেনে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সা প্রস্তাব দিয়েছে ১৮ ডিসেম্বর হোক নতুন তারিখ। অবশেষে রিয়ালও মেনে নিয়েছে ১৮ ডিসেম্বর হবে এল ক্ল্যাসিকোর নতুন তারিখ। এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ১৮ ডিসেম্বর হতে পারে নতুন এল ক্ল্যাসিকোর তারিখ।

বার্সেলোনা সমর্থকদেরকে সে পর্যন্ত ধৈয্য ধারণ করার আহ্বান জানানো হয়। ওই বিবৃতিতে তারা আরও লিখেছে, ‘বৃহস্পতিবারই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটিকে জানিয়ে দিয়েছে যে ২৬ অক্টোবর ন্যু ক্যাম্পে এল ক্ল্যাসিকো হচ্ছে না। শুধু তাই নয়, ম্যাচটি রিয়াল মাদ্রিদের ভেন্যুতে খেলার জন্য এলএফপি যে প্রস্তাব দিয়েছিল, তাতেও রাজি নয় বার্সা। নতুন তারিখে ন্যু ক্যাম্পেই আমরা ম্যাচটি খেলতে চাই।’ ১৮ ডিসেম্বর নতুন তারিখের বিষয়ে রিয়াল মাদ্রিদও নিশ্চয়তা দিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘দুই ক্লাবের সম্মতিতেই নতুন তারিখ হিসেবে ১৮ ডিসেম্বরকেই ঘোষণা করা হলো।’ তবে, এল ক্ল্যাসিকোর নতুন তারিখ নিয়ে আপত্তি তুলেছে রিয়াল বেটিস, লেগানেস, রিয়াল ভায়াদোয়িদসহ বেশ কিছু ক্লাব। এল ক্ল্যাসিকোর নতুন তারিখের কারণে নাকি ক্ষতিগ্রস্থ হবে এসব ক্লাবের সবাই।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট