চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘বিশ্বকাপে আবারও নিজেদের প্রমাণ করতে চাই’

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ দলে একজন ভালোমানের লেগস্পিনারের হাহাকার বহুদিনের। টুকটাক এক দুজন আসেন, তারাও বেশিদিন টিকতে পারেন না। লেগস্পিনার বের হবে কি করে, ঘরোয়া লিগে যে সুযোগই দেয়া হয়না তাদের! লেগস্পিনারদের মনে করা হয় ‘সাদা হাতি’। তাদের পোষা খুব কঠিন। কোনো একজন লেগস্পিনার যেমন একাই একটি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, তেমনি কোনো ম্যাচে উদারহস্তে রান বিলিয়ে দলকে হারিয়েও দিতে পারেন। সেই ঝুঁকিটা জেনেই দলগুলো খেলিয়ে থাকে লেগিদের। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে কোনো দল এই ঝুঁকিটা নিতে চায় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাই এবার নতুন এক বুদ্ধি বের করেছে। আসন্ন বিপিএলে প্রতি দলে একজন করে লেগস্পিনার এবং তাদের চার ওভার করানো বাধ্যতামূলক করে দিয়েছে তারা। বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করলেন বাংলাদেশ দলের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিপিএলের মতো আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্টকে খেলোয়াড় গড়ে তোলার মঞ্চ বানানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। সম্প্রতি সাকিব বলেন, ‘আমার মনে হয় লেগস্পিনাারদের আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা তৈরি করতে প্রথম শ্রেণির ক্রিকেটে বেশি ওভার বল করা উচিত। বিপিএল আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্ট, যেখানে আপনি এমন পরিস্থিতিতে পড়বেন, যেমনটা আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়। এখানে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকবেন আপনি। খেলোয়াড় তৈরি করার জায়গা তো এটা নয়।’

সাকিব কথা বলেছেন আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। ২০২০ সালের ১৮ অক্টোবর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা ছোট ফরম্যাটের এই আসরের আগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ক কথা বলেছেন আইসিসির সঙ্গে। বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান জানিয়েছেন ওয়ানডে বিশ্বকাপের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেদের প্রমাণ করতে চায় তার দল। আইসিসির ওয়েবসাইটে সাকিব বলেন, ‘সত্যি কথা বলতে টি-টোয়েন্টিতে আমরা ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিতে পারিনি। আমরা যতটুকু খেলতে চাই সে তুলনায় খেলাও পাইনি। তবে টুর্নামেন্টগুলোতে আমাদের পারফরম্যান্স বেশ আশাব্যঞ্জক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দল নিয়ে বেশ আশাবাদী সাকিব। ‘বেশ কয়েকজন তরুণ তুর্কি রয়েছে আমাদের দলে। সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটাররাতো আছেই। বর্তমানে আমরা টুর্নামেন্টের প্রথম ধাপটা পার করতে মনোযোগ দিচ্ছি। তাছাড়া ভিন্ন কন্ডিশনে ভালো করার চেষ্টা করছি। আমাদের আবারও বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে হবে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট