চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ফিরেই সৌম্যের ‘হাঁস’

১৯ অক্টোবর, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলা শেষে দেশে ফিরে খুলনা বিভাগের হয়ে জাতীয় লিগে নেমে পড়েন সৌম্য সরকার। তবে শ্রীলঙ্কায় যেমন ব্যর্থ ছিলেন সৌম্য দেশে ফিরে খুলনার হয়েও সেই ব্যর্থতা থেকে বের হতে পারেননি এই ক্রিকেটার। এত ব্যর্থতার ভিড়েও বৃহস্পতিবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ঘোষিত দলে সুযোগ মিলেছে এই ব্যাটসম্যানের। খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে রাজশাহীর মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ইনিংসে রাজশাহীর ২৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ৭ রানে আর ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয়েছে সৌম্য সরকারকে। আউট হওয়ার আগে পাঁচটি বল অবশ্য খেলেছিলেন সৌম্য। শফিউল ইসলামের বলে জুনাইয়েদ সিদ্দীকির হাতে ক্যাচ দিয়ে ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে যান এই ওপেনার।-ইন্টারনেট ষ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট