চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল

রাঙ্গামাটি ও কুমিল্লার শিরোপা লাভ

১৯ অক্টোবর, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

কুমিল্লা ও রাঙ্গামাটি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার সাগরিকাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে সাগরের দেয়া একমাত্র গোলে কুমিল্লা জেলা বালক দল (১-০) পরাজিত করে ফেনী জেলা বালক দলকে। একই ভেন্যুতে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনালে থুইমা চিং মারমার দেয়া গোলে রাঙ্গামাটি জেলা বালিকা দল একই ব্যবধানে জয়লাভ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বালিকা দলের বিরুদ্ধে। ফেনী ও কুমিল্লার মধ্যকার খেলায় অধিকাংশ সময়ে এ্যাটাকে ছিল ফেনী জেলা দল। কিন্তু দুর্ভাগ্য দলটির। ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের অভাবে শেষমেশ পরাজয় বরণ করে মাঠ ছাড়তে হয় তাদেরকে। বিভাগীয় পর্যায়ের ফাইনালে বিজয় দুই দল ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত আসরে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করবে।

খেলা শেষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, স্থানীয় সরকারের পরিচালক দীপক চক্রবর্তী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র প্রফেসর নেছার আহমেদ মঞ্জু ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মনোরঞ্জন দে সহ বিভাগীয় ও বিভিন্ন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট