চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আজ ৪টি বিদেশি দল চট্টগ্রাম আসছে

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০১৯ | ১২:৫৭ পূর্বাহ্ণ

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম এসে পৌঁছেছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী দল। এ টুর্নামেন্টকে ঘিরে দলটি কঠোর অনুশীলণ চলছিলো ঢাকায়। আজ বিকেলে তাদের বন্দর স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে। আজ ১৭ অক্টোবর পৃথক পৃথক সময়ে চট্টগ্রাম আসবে আরো ৪টি দল বিমানযোগে চট্টগ্রামে এসে পৌঁছুবে। এর মধ্যে দুপুর ১টা ২৫ মিনিটে ভারতের ঐতিহ্যবাহী মোহন বাগান, বিকেল ৩টা ৩০ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব, সকাল ৮টা ৪৫ মিনিটে লাওসের ইয়াং এলিফেন্ট এফসি দল এবং সকাল ৮টা ৪৫ মিনিটে মালয়েশিয়ার তেরেঙ্গানু ফুটবল ক্লাব বিমানযোগে চট্টগ্রামে ল্যান্ড করবে। এছাড়া কাল ১৮ অক্টোবর সকাল ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন ঢাকার বসুন্ধরা কিংস চট্টগ্রাম আসবে। তবে ঢাকা আবাহনীর কথা এখনো জানা যায়নি। এদের মধ্যে হোটেল পেনিনসুলায় থাকবেন মোহনবাগান, বসুন্ধরা কিংস ও চেন্নাই এফ সি, টাওয়ার ইনে টিসি স্পোর্টস ও ইয়াং এলিফেন্ট এফসি এবং অর্কিড হোটেলে চট্টগ্রাম আবাহনী এবং হোটেল আগ্রাবাদে থাকবেন তেরেঙ্গানু ফুটবল ক্লাব।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট