চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রমাণ করবো আয়োজনে পিছিয়ে নেই : হুইপ

এ টুর্নামেন্টকে সফল করতে সবই করছি : মেয়র

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০১৯ | ১:০৩ পূর্বাহ্ণ

৫টি দেশের ৮টি দল নিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে।

চট্টগ্রাম আবাহনী লিমিটেডের আয়োজনে তৃতীয় বারের মতো এই আসরের উদ্বোধনী খেলায় সন্ধ্যে ৭টায় চট্টগ্রাম আবাহনী ও মালদ্বীপের টিসি স্পোর্টস মুখোমুখি হবে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন তথ্য মন্ত্রী ড. হাসান মাহামুদ এমপি। বিশেষ অতিথি থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। গতকাল এ উপলক্ষে সিটি কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সম্পাদক ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব হুইপ সামশুল হক চৌধুরী এম পি বলেন, দেশনেত্রী ক্রীড়াপ্রেমী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু কাপ ফুটবল ঢাকায় এবং চট্টগ্রামে হবে শেখ কামাল ফুটবল টুর্নামেন্ট। এরপরও একটি পক্ষ চায় এই টুর্নামেন্টটিকে ঢাকায় নিয়ে যেতে। কাজেই আমরা প্রমাণ করতে চাই, আয়োজনের দিক থেকে আমরা ঢাকার চেয়ে কোন অংশে কম নই। এ জন্য আমি সকলের সহযোগিতা চাই। তিনি আরো বলেন সব শ্রেণির দর্শককে মাঠে টানতে প্যাভেলিয়ন সংলগ্ন আবাহনী ও মোহামেডান খ্যাত গ্যালারি’র টিকেটের দাম ২০ টাকা এবং তার অপর প্রান্তে দুটি গ্যালারি’র টিকেটের দাম মাত্র ১০ টাকা ধরা হয়েছে। প্যাভেলিয়নে কোন টিকিট থাকবেনা। সেখানে আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন দেশের খেলোয়াড়রা খেলা দেখবেন। প্রচারের জন্য নগরীর ৪১টি ওয়ার্ডের পাশাপাশি বিভিন্ন উপজেলাগুলোতেও প্রচারণা চালানোর কথা জানিয়ে তিনি আরো বলেন বাংলাদেশের তিনটি দলসহ প্রতিটি দল চ্যাম্পিয়ন হওয়ার মতো করে দল করেছে এবং এবারের বিশ্বকাপে অংশ নেয়া খেলোয়াড়দের দলে টানার চেষ্টা করছে। সব মিলিয়ে এবার দর্শকরা মাঠে ভালো খেলা উপভোগ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন হুইপ সামশুল হক চৌধুরী এম পি।

আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, শেখ কামাল ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পথ পদর্শক। তিনি খেলোয়াড় থেকেই সংগঠক হয়েছেন। তাকে নতুন প্রজন্মের পাশাপাশি সারা বিশে^ একজন সফল সংগঠক হিসেবে পরিচিত করার মানসেই আমাদের এ পরিকল্পনা। এ জন্য এ টুর্নামেন্টকে সফল করতে যা যা করার প্রয়োজন তার সবই আমরা করার চেষ্টা করেছি। ইতিমধ্যে টুর্নামেন্টকে সফল করতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিপুল অংকের অর্থ খরচ করা হয়েছে। এ টুর্নামেন্টকে সফল করাটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব হিসেবে মনে করে এর সফলতায় তিনি সংশ্লিস্ট সকলের সহযোগিতা কামনা করছেন। এ সময় অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির মিডিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ আলী আব্বাস, সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান ও এড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, রাউজান উপজেলা চেয়ারম্যান ও সিজেকেএস নির্বাহী সদস্য এহসানুল হায়দা চৌধুরী বাবুল, নির্বাহী সদস্য আবুল হাশেম, জি এম হাসান ও ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন এবং চট্টগ্রাম আবাহনীর পরিচালক মো. শাহাজাহান ও তাহেরুল আলম স্বপন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও ডা. তিমির বরণ চৌধুরীসহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট