১৬ অক্টোবর, ২০১৯ | ২:৩১ পূর্বাহ্ণ
ক্রিকেটের বাইশ গজ মাতিয়ে এবার রুপালি পর্দা কাঁপাতে আসছেন ভারতীয় ক্রিকেটের দুই সাবেক তারকা হরভজন সিং ও ইরফান পাঠান। দক্ষিণ ভারতের ছবিতে এই দুজনকে দেখা যাবে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। তবে এর আগেই সিনেমার পরিচালক টুইট করে দুই তারকার ভক্তদের এই সুখবর দিয়েছেন। পাঠানকে দেখা যাবে অজয় গানামুথুর আসন্ন ছবি ‘বিক্রম ফিফটিএইট’ এ। এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিক্রম। অন্যদিকে হরভজন সিনে দুনিয়ায় অভিষেক করছেন কার্তিক যোগীর ‘দিক্কিলুনা’ ছবিতে। এই ছবিতে রয়েছেন আরেক জনপ্রিয় দক্ষিণী অভিনেতা শান্তানম। পাঠান এবং হরভজন দুজনের সঙ্গেই ভারতের দক্ষিণী দুনিয়ার যোগসূত্র আছে। নির্দিষ্ট করে বললে চেন্নাইয়ের সঙ্গে দুজনের সম্পর্ক আছে। পাঠান অতীতে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। আর হরভজন এখনও ধোনির চেন্নাই পরিবারের সদস্য। পাঠান সাত বছর আগে শেষবার দেশের জার্সিতে খেলেছিলেন। এরপর ঘরোয়া ক্রিকেটে দেখা গেছে তাকে। কাশ্মীর ক্রিকেটের মেন্টর হিসাবেও কাজ করেছেন। অন্যদিকে হরভজনকে গত মৌসুমেও আইপিএল খেলতে দেখা গেছে।-ইন্টারনেট
The Post Viewed By: 211 People