চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দুঃসময়ে তামিমের পাশে সালাহউদ্দিন

স্পোর্টস ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৯ | ২:৩১ পূর্বাহ্ণ

বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা সিরিজ এরপর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। কোথাও ব্যাট হাতে স্বরুপে ভাস্বর হয়ে উঠতে দেখা যায়নি দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে। জাতীয় চলমান জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে দুই ইনিংস থেকে সংগ্রহ করেছেন যথাক্রমে ৩০ ও ৪৬ রান। অথচ দরজায় কড়া নাড়ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। যার শুরুটা আগামি মাসেই ভারতের বিপক্ষে। ঠিক তার আগে ব্যাটে রান খরা নিঃসন্দেহে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সেকারণেই বোধ হয় গুরু মোহাম্মদ সালাহউদ্দিনের শরণাপন্ন হলেন এই বাঁহাতি ওপেনার। বিপিএলের ষষ্ঠ আসরে মোহাম্মদ সালাউদ্দিনের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরিও করেছিলেন তামিম ইকবাল। সেই ফর্ম হারিয়ে এই ওপেনার পার করছেন দুঃসময়। ব্যাটিংয়ে সুসময় ফেরাতে বর্তমানে প্রিয় কোচের শরণাপন্ন হয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামের নেটে দুপুর থেকে সন্ধ্যা অবধি জাতীয় দলের সাবেক সহকারী কোচ সালাউদ্দিনের অধীনে ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করেছেন তামিম। ছিলেন বিসিবির কোচ সোহেল ইসলামও। অনুশীলনে দেখা গেল নেটে অফস্পিনের সামনে তামিম ড্রাইভ খেলছেন, ডিফেন্স করছেন। আর পেছন থেকে পরামর্শ দিচ্ছেন সালাউদ্দিন। জাতীয় দলের ক্রিকেটারদের ডাকে সালাহউদ্দিনের সাড়া নতুন কোনো ঘটনা নয়। এই তো আইপিএলের গেল আসরে সাকিব আল হাসানের ডাকে প্রিমিয়ার লিগের মাঝেই হায়দরাবাদ চলে গিয়েছিলেন দেশ সেরা এই কোচ। যদিও আইপিএলের ওই আসরের অধিকাংশ ম্যাচেই সাইড বেঞ্চেই সময় কেটেছিল সাকিবের।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট