চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ব্যাডমিন্টনে ৫টি খেলা

প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া ক্যারমে বিশ্বজিৎ বড়–য়ার ডাবল ক্রাউন

১৫ অক্টোবর, ২০১৯ | ২:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার পঞ্চাশোর্ধ ক্যারমে বিশ্বজিৎ বড়–য়া ডাবল ক্রাউন লাভ করেছেন। দীর্ঘ প্রায় তিন ঘন্টাকাল সময় নিয়ে ক্যারম এককের ফাইনাল খেলা গতকাল সম্পন্ন হয়েছে। এই ম্যাচে সরাসরি সেটে মুহাম্মদ মোরশেদ আলমকে পরাজিত করে বিশ্বজিৎ বড়–য়া ডাবল ক্রাউন লাভ করেন। এর আগে মুহাম্মদ মোরশেদ আলমকে সাথে নিয়ে ক্যারম দ্বৈতেও তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া গতকাল সোমবার ব্যাডমিন্টনের বেশ কয়েকটি খেলা নগরীর সিজেকেএস জিমনেসিয়ামে সম্পন্ন হয়েছে। এতে পুরুষ এককে শাহনেওয়াজ রিটন রবি শংকর চক্রবর্তীকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন। তাজুল ইসলাম এস এম ইফতেখারুল ইসলামকে হারিয়ে গ্রুপ ফাইনালে উন্নীত হয়েছেন। এছাড়া তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্যদিয়ে ফরিদ উদ্দিন চৌধুরী ২-১ ব্যবধানে সুমন গোস্বামীকে হারিয়েছেন। এদিকে চল্লিশোর্ধ দ্বৈতে আলীউর রহমান-ফরিদ উদ্দিন চৌধুরী জুটি আলমগীর সবুজ-সাইদুল ইসলাম জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছেন। অপর ম্যাচে শাহনেওয়াজ রিটন-সবুর শুভকে সঙ্গে নিয়ে খোরশেদুল আলম শামীম-গোলাম মাওলা মুরাদ জুটিকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। খেলা সমূহ পরিচালনায় ছিলেন চট্টগ্রামের ব্যাডমিন্টনের হেড কোচ মোহাম্মদ মোর্শেদ খান, প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া উপকমিটির আহবায়ক দেবাশীষ বড়–য়া দেবু, যুগ্ম সম্পাদক ও উপ কমিটির সদস্য নজরুল ইসলাম, উপ কমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ, সাইফুল্লাহ চৌধুরী এবং জসিম উদ্দিন সিদ্দিকী। আজ ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন ইভেন্টে অংশগ্রহণকারীদের যথাসময়ে নগরীর সিজেকেএস জিমনেশিয়াম হলে উপস্থিত থাকার জন্য ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট