চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ঢাকায় প্যারাগুয়ে ম্যাচ দিয়ে ফিরবেন লিওনেল মেসি

অনলাইন ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৯ | ৪:০০ অপরাহ্ণ

নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মাটিতে আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হওয়ার প্যারাগুয়ে। এটি সম্ভব হলে নির্বাসন কাটিয়ে ওই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে দুই ল্যাতিন পরাশক্তির ফুটবল লড়াই।

সবশেষ কোপা আমেরিকায় ‘কনমেবল’কে নিয়ে বিরূপ মন্তব্য করায় আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ আছেন তিনি।

রবিবার স্পেনের এস্তাদিও ম্যানুয়েল মার্তিনেজ ভালেরো স্টেডিয়ামে ইকুয়েডরকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি আন্তর্জাতিক সূচিতে মেসির প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিষেধাজ্ঞার কারণে এখন খেলছে না মেসি। বাইরে রয়েছে সার্জিও আগুয়েরো। সে দীর্ঘদিন ধরে চোটে ভুগেছে। ক্লাবে শতভাগ অনুশীলন করতে পারছে না। দুজনই পরের মাসে ফিরবে এটা নিশ্চিত।

গেল জুন-জুলাইয়ে ব্রাজিলে হয় কোপা আমেরিকা। ওই সময় দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন মেসি। ফলে আন্তর্জাতিক ফুটবলে ৩ মাস নিষিদ্ধ হন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট