চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিশ্বরেকর্ডে ভারতের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

দ্বিতীয় টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভারত। নিজেদের মাটিতে টানা ১১টি সিরিজ জিতলো তারা। এর আগে ১৯৯৪-৯৫ থেকে ২০০০-০১ মৌসুম পর্যন্ত ঘরের মাঠে টানা ১০টি সিরিজ জেতে অস্ট্রেলিয়া। ভারত ২০১২-১৩ মৌসুম থেকে বর্তমান পর্যন্ত টেস্ট সিরিজ জয়ের নতুন রেকর্ড গড়ল। এটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে কোহলির দলের সঙ্গে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে এই জয়ে টিম ইন্ডিয়া নিজেদের নামের পাশে যোগ করলো আরও ৪০ পয়েন্ট। প্রথম ম্যাচেও জিতেছিল বিরাট কোহলির দল। দ্বিতীয় ম্যাচ জেতায় এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজে ২-০ তে লিড নেওয়ার পাশাপাশি সিরিজ নিশ্চিত করলো ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের চার ম্যাচের চারটিতে জিতে ভারতের সংগ্রহ সর্বোচ্চ ২০০ পয়েন্ট। যেখানে দুই ম্যাচ খেলে দুইয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৬০।

প্রোটিয়াদের বিপক্ষে ৫ উইকেটে ৬০১ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিক ভারত। নিজেদের প্রথম ইনিংসে প্রোটিয়ারা সবকটি উইকেট হারিয়ে তোলে ২৭৫ রান। এরপরই তৃতীয় দিনের খেলা শেষ হয়। ৩২৫ রানের লিড পায় বিরাট কোহলির দল। চতুর্থ দিন টিম ইন্ডিয়া ব্যাটিংয়ে না নেমে প্রোটিয়াদের ফলোঅনে পাঠায়। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ভারতের দলপতি কোহলি ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির দেখা পান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট