১৪ অক্টোবর, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ
আসন্ন মেয়র গোল্ড কাপ আন্ত: ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারি ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড দলের কমিটি গঠনকল্পে এক সভা গতকাল সকাল ১১টায় ওয়ার্ড কার্যালয়ে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম মোমিনকে চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক মোসলেহ উদ্দিন দিদারকে সম্পাদক, সাবেক ফুটবলার আবু নাছেরকে ম্যানেজার, রঞ্জিত দে’কে প্রধান কোচ ও ফিরোজুর রহমানকে সহকারি কোচ মনোনিত করে ১০১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড ফুটবল কমিটি গঠন করা হয়। এ সময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, শিক্ষক শাহাদাত হোসেন, আকতারুজ্জামান, রফিকুল ইসলাম মোমিন, মোসলেহ উদ্দীন দিদার, আবদুল মাবুদ, খোরশেদ আলম রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
The Post Viewed By: 228 People