চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলা টাইগার্স দলের লোগো উন্মোচন

আবুধাবি টি-১০ ক্রিকেট লিগ

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য টি-১০ ক্রিকেট লিগের তৃতীয় আসরের নবাগত দল ‘বাংলা টাইগার্স’র লোগো উন্মোচন অনুষ্ঠান গতকাল চিটাগাং ক্লাব অডিটরিয়ামে এক আড়ম্বর আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে দলের লোগো উন্মোচন করেন চট্টগ্রামের মেয়র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আ জ ম নাছির উদ্দিন। আগামী ২৪ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮টি দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ২০১৭ সালে প্রথম আসরেই আবুধাবি টি-টেন লিগ অনেকের নজরে আসার পাশাপাশি বিশ^বাসিকেও উন্মাদনায় মাতিয়েছে। ১০ ওভারের এই টুর্নামেন্টের উত্তেজনা গত বছরও সাড়া জাগিয়েছে। এবার সেই উত্তেজনা বাংলাদেশে ছড়িয়ে দিতে আয়োজকরা নতুন দল হিসেবে ‘বাংলা টাইগার্স’-কে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে। নতুন এই দলটির ফ্র্যাঞ্চাইজি মালিক এফএমসি গ্রুপের চেয়ারম্যান ইয়াসিন চৌধুরী এবং কো-পার্টনার হলেন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আলম। সংযুক্ত আরব আমিরাতে প্রচুর প্রবাসী বাংলাদেশী থাকায় সুযোগটা তারা নিয়েছেন। গতকাল লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দীন বাংলা টাইগার্স দলে প্রতি সমর্থন ব্যক্ত করে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। মধ্যপ্রাচ্যে আয়োজিত একটি আর্ন্তজাতিক ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা বাংলা টাইগার্স দলের এই উদ্যোগকে স্বাগত জানান মেয়র। বাংলা টাইগার্স দলের সত্ত্বাধিকারী মোহাম্মদ ইয়াসিন চৌধুরী তাঁর বক্তব্যে টি-১০ ক্রিকেট এর জনপ্রিয়তা, ব্যাপকতা এবং বর্তমান ব্রান্ড ভ্যালু তুলে ধরেন। তিনি টি-১০ ক্রিকেটে বাংলা টাইগার্স দলের সফল অংশ গ্রহনে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং “বাংলা টাইগার্সএর সত্ত্বাধিকারী কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান নয় বলে উল্লেখ করে বলেন, সমগ্র বাংলা ভাষাভাষী মানুষ এই দলের সত্ত্বাধিকারী বলে মত প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলা টাইগার্স দলের উপদেষ্টা সাইফ পাওয়ারটেক’র চেয়ারম্যান তরফদার মোহাম্মদ রুহুল আমিন ও দলটির ফ্র্যাঞ্চাইজি কো-পার্টনার চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আলম।

এতে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্জ্ব আলী আব্বাস। জাতীয় দলের সাবেক খেলোয়াড় নাফিস ইকবাল খান, আফতাব আহমেদ চৌধুরী ও নাজিম উদ্দিন এবং সাবেক ক্রিকেটার ইয়াছিন বাংলা টাইগার্স দলের সাথে সংযুক্ত হয়েছেন, যথাক্রমে ম্যানেজার, কোচ ও ব্যাটিং কোচ এবং সহকারি কোচের দায়িত্বে। আগামী ১৬ অক্টোবর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানের মধ্য দিয়ে সবকটি দলের অংশগ্রহনকারী খেলোয়াড় মনোনয়ন সম্পন্ন হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট