১৩ অক্টোবর, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক
ইতিহাসের প্রথম এথলেট হিসেবে দুই ঘণ্টারও কম সময়ে ম্যারাথন শেষ করার বিশ্বরেকর্ড গড়লেন কেনিয়ার এলিউড কিপচগ। দুই ঘণ্টারও ২০ সেকেন্ড আগে দৌড় শেষ করেছেন তিনি। ৩৪ বছর বয়সী এই কেনিয়ান দৌড়বিদ ২৬.২ মাইল (৪২.২ কিলোমিটার) দৌড়েছেন এক ঘণ্টা ৫৯ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে। গতকাল অস্ট্রিয়ার ভিয়েনায় এ রেকর্ডের মালিক হন কিপচগ। যদিও এটাকে আনুষ্ঠানিকভাবে ম্যারাথনের বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি দেয়া হবে না। কেননা এটা উম্মুক্ত প্রতিযোগিতা ছিল না।
তারপরও বিশ্বের প্রথম কোনো এথলেট এমন একটি রেকর্ড গড়েছেন, আলাদা মর্যাদা তো আছেই। রেকর্ড গড়ার পর কিপচগে বলেন, ‘এ থেকেই বোঝা যাচ্ছে, কেউই ফুরিয়ে যাওয়ার নয়। আমি এটা করে দেখিয়েছি। আশা করছি, আমার পর আরও অনেকে এটা করতে পারবে।’ অলিম্পিক চ্যাম্পিয়ন কিপচগই ম্যারাথনে আনুষ্ঠানিক বিশ্বরেকর্ডটির মালিক। ২০১৮ সালে জার্মানির বার্লিনে ২ ঘন্টা ১ মিনিট ৩৯ সেকেন্ডে ম্যারাথন শেষ করেন তিনি।
The Post Viewed By: 199 People