চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শ্রীলংকায় আম্পায়ারদের পক্ষপাতদুষ্ট আচরণ

দুর্দান্ত সাইফে এ দলের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

সাইফ হাসান ব্যাট করতে পারেন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট অনুসরণ করলে সেটা আপনার জানা থাকার কথা। তবে গত কিছুদিনে নিজেকে বল হাতেও আবিস্কার করছেন নতুন করে। শ্রীলংকা এ দলের বিপক্ষে গতকাল পেয়েছেন সেঞ্চুরি, পরে পেয়েছেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। সিরিজ নির্ধারণী ম্যাচে তাই ডাকওয়ার্থ লুইস মেথডে ৯৮ রানে জয় পেয়েছে বাংলাদেশ এ দল।

২-১ ব্যবধানে জিতে তাই দেশে ফিরছেন মিথুনরা। ম্যাচে আলোচিত দিক ছিল আম্পায়ারদের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত। ওপেনার মোহাম্মদ নাঈমের চোখে যখন তিন অঙ্ক ছোঁয়ার স্বপ্ন, তখনই ঘটেছে অনাকাংক্ষিত ঘটনা। ২৩তম ওভারের দ্বিতীয় বলে তাঁকে রানআউটের চেষ্টা ছিল শ্রীলঙ্কান ফিল্ডারদের। গায়ে বল লাগায় রানআউট না হলেও আম্পায়াররা নাঈমকে দিয়েছেন ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট। আর এতেই আপত্তি বাংলাদেশ ‘এ’ দলের। ঘটনায় খেলাও বন্ধ ছিল কিছুক্ষণ। বাংলাদেশ দল এ নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেছে বলে জানা গেছে।

কলম্বোর ম্যাচে গতকাল বাংলাদেশ এ দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার সাইফ ও নাঈম শেখ। নাঈমাগের দিনের মতো গতকালও পেয়ে যান ফিফটি, ২২ ওভারের মধ্যে ১২০ রান তুলে ফেলেছিলেন দু’জন। এরপর একটু অদ্ভুতভাবেই অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের জন্য আউট হয়ে যান নাঈম, ফেরেন ৭৬ বলে ৬ রান করে। নাজমুল হোসেন শান্ত এরপর ২ রান করেই আউট হয়ে যান আমিলা আপোনসোর বলে। এনামুল হক বিজয় গতকালও ব্যর্থ, ১৫ রানের বেশি করতে পারেননি। ১৫৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ এ দল। সাইফ এরপরেই মিথুনকে নিয়ে রানের চাকা এগিয়ে নিতে থাকেন তরতর করে। দুজন ৯৯ রান যোগ করেন মাত্র ৭১ বলে। এর মধ্যে সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন সাইফ, এরপর চোড়াও হতে গিয়ে আউট হয়ে যান। তার আগে ১২টি চার ও তিনটি ছয়ে ১১০ বলে করে ফেলেছেন ১১৭ রান। মিথুনও এরপর ৩৫ বলে ৩২ রান করে ফিরে গেছেন। শেষ দিকে সানজামুল ৭ বলে ১২ রান করায় ৫০ ওভার শেষে ৩২২ রান করেছে বাংলাদেশ এ দল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই হোঁচট খায় শ্রীলংকা এ দল। আফিফ হোসেন বল হাতে পেয়েছিলেন শুরুতে, দ্বিতীয় ওভারেই নিশাংকাকে ফিরিয়ে দিয়ে করেছেন বাজিমাত। এরপর ৬ উইকেটে তখন ১২৯ রান হারিয়ে ফেলেছে লংকানরা, ম্যাচ জয়ের আশা অনেকটাই শেষ। খানিক পরেই বৃষ্টি নামায় হার নিশ্চিত হয়ে গেল ডাকওয়ার্থ লুইস মেথডে, শেষ পর্যন্ত আর খেলাই শুরু হতে পারেনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট