চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আরাফাত সানির ৫ উইকেট

১২ অক্টোবর, ২০১৯ | ১:১৭ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মিরপুরের ম্যাচে চলছে স্পিনারদের দাপট। চট্টগ্রাম-ঢাকা মেট্রো ম্যাচের প্রথম দিনে ছিল মাহমুদউল্লাহর ঘূর্ণি জাদু, আর গতকাল শুক্রবার দ্বিতীয় দিনে ঢাকা মেট্রোর আরাফাত সানির স্পিন বিষে নীল চট্টগ্রাম। এই স্পিনার পেয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় স্তরের এই ম্যাচে সানির ঘূর্ণিতে চট্টগ্রাম প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৯০ রানে।

ব্যাটিংয়ে খুব একটা স্বস্তিতে নেই ঢাকা মেট্রোও। দ্বিতীয় দিন শেষে ৬৬ রান তুলতে তারা হারিয়েছে ২ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯বারের মতো ৫ উইকেট পেয়েছেন সানি। প্রথম দিন উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় দিন বাঁহাতি স্পিনার ৬ উইকেট নিয়েছেন ৮৭ রান খরচায়। এদিকে লম্বা সময় পর জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলতে নামা মুশফিকুর রহিম প্রত্যাবর্তনটা দারুণভাবে রাঙিয়ে নিয়েছেন। রাজশাহীর হয়ে এই ব্যাটসম্যান খেলেছেন ৭৫ রানের ইনিংস। তার ব্যাটে ভর করে প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে ঢাকার বিপক্ষে রাজশাহী করেছে ৬ উইকেটে ১৭৩ রান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম স্তরের এই ম্যাচে ঢাকা তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৪০ রানে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট