চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১২ অক্টোবর, ২০১৯ | ১:১৭ পূর্বাহ্ণ

শিরোপা পুনরুদ্ধারের মিশন নিয়ে সাফের অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে টানা দুই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। গতকাল শুক্রবার নেপালকে হারিয়ে সাফ শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে আরো একধাপ এগিয়ে গেছে লাল-সবুজ মেয়েরা। মাইকুজোতে

স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হওয়া ম্যাচে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়েছে শামসুন্নাহাররা। দু’বছর আগে ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছিলেন মারিয়া মান্ডারা। গেল বছর নেপালে সোনালী সেই ট্রফি ছোঁয়া হয়নি ভারতের কাছে অল্পের জন্য হেরে। তবে এবার মারিয়াদের উত্তরসূরীরা সেই ট্রফি পুনরুদ্ধার করতে চায়। সেই লক্ষ্যে জয়ের ধারা ধরে রেখেছে শামসুন্নাহার-রুপনারা। নেপালের বিপক্ষে ম্যাচের প্রথম থেকে আক্রমণাত্মক খেলতে থাকে লাল-সবুজের দল। আর তাই তো গোল পেতেও অপেক্ষা করতে হয়নি খুব বেশি সময়। ম্যাচের মাত্র ১২ মিনিটেই বাংলাদেশের প্রথম গোলটি করেন শাহেদা আখতার। এরপর বাঘিনীদের দ্বিতীয় গোল করেন শামসুন্নাহার ম্যাচের ২৬ মিনিটে। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও প্রথম অর্ধেই মতো দাপট দেখিয়ে খেললেও ৬৪ মিনিটে আমিষা কারকির গোলে ব্যবধান কমায় নেপাল। তবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের দারুণ ডিফেন্ডিংয়ে আর গোলের দেখা পায়নি হিমালয় কন্যারা। আর দুই দলের কেউই গোলের দেখা না পেলে ২-১ ব্যবধানে জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট