চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলে চটগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা শুরু

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১২ অক্টোবর, ২০১৯ | ১:১৭ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালক/বালিকা অনূর্ধ্ব-১৭) চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট কাল থেকে চট্টগ্রামের সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হবে। দুপুর ২টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান। উদ্বোধনী দিনে অনুষ্ঠিতব্য ২টি খেলায় সকাল ৯টায় বঙ্গমাতায় রাঙ্গামাটি জেলা ও বান্দরবান জেলা ও ১০টা ৪৫ মিনিটে খাগড়াছড়ি ও চাঁদপুর জেলা এবং দুপুর ১টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ফুটবলে রাঙ্গামাটি জেলা ও বান্দরবান জেলা ও ৩টা ৩০ মিনিটে খাগড়াছড়ি ও চাঁদপুর জেলা মুখোমুখি হবে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল বিকেলে সিজেকেএস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে টুর্নামেন্টের বিভিন্ন দিকে নিয়ে আলোচনায় অংশ নেন, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নুরুল আলম নিজামী, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদুর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে টুর্নামেন্টের চীফ কর্ডিনেটর ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারি কমিশনার মামনুন আহমেদ অনীক, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরণ, সাবেক ফুটবলার আবু ছৈয়দ ও ক্রীড়া সংগঠক মকছুদুর রহমান বুলবুল উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বালক ও বালিকাদের ২টি করে ২২টি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২টি (বালক-বালিকা) দলসহ মোট ২৪টি দল এ টুর্নামেন্টে অংশ নেবে। প্রত্যহ সকালে বালিকাদের ২টি এবং বিকেলে বালকদের ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। এতে বালক ও বালিকা মিলিয়ে ফাইনালসহ মোট ২২টি খেলা অনুষ্ঠিত হবে। এ জন্য বাজেট ধরা হয়েছে ৩ লক্ষ টাকা। এতে খেলোয়াড়দের ডিএ বাবদ ৪শ এবং কনভেন্স বাবদ ৮শ টাকা করে দেয়া হবে। টুর্নামেন্টে খেলতে আসা বালিকারা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এবং বালকরা পাহাড়তলী শাহজাহান মাঠ সংলগ্ন রেলওয়ে গেস্ট হাউস ও কারিতাসে থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৮ অক্টোবর এ টুর্নামেন্টের ২টি ফাইনাল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট