চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফাইনালে সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস

স্পোর্টস ডেস্ক

১২ অক্টোবর, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। ফাইনালে সাকিবের দল নাইট রাইডার্সকে ১২ রানে পরাজিত করে। এর আগে প্রথম কোয়ালিফায়ারে গায়ানা এমাজন ওয়ারিয়ার্সের কাছে হেরেছিল ৩০ রানের ব্যবধানে। সেই গায়ানা এমাজন ওয়ারিয়র্সের বিপক্ষেই আজ বাংলাদেশ সময় রাত তিনটায় শিরোপা জয়ের লক্ষ্যে লড়বে সাকিবের দল। তবে বার্বাডোজ ফাইনালে উঠলেও পারফরম্যান্স দিয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান। ব্যাট হাতে মাত্র ১৮ রান করার পরে বল হাতেও ব্যর্থ ছিলেন সাকিবে। ১২ বলে এক চার এবং এক ছয়ে ১৮ রান করে আউট হয়ে ফিরে যান সাকিব। ব্যাট হাতে না পারলেও সমর্থকদের আশা ছিল বল হাতে সাকিব ঠিকই পারফরম্যান্স করবেন। কিন্তু দুই ওভার বল করে ২৭ রান দেওয়া সাকিব সেখানেও ব্যর্থ। গতকাল সকালে সিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই হেলসের উইকেট হারায় ট্রাইডেন্টস। উদ্বোধনী জুটিতে চার্লস-হেলস তোলেন ২৭ রান। হেলস ১০ রান করে ফিরলে মাঠে নামেন সাকিব। চার্লসের সঙ্গে ২৪ রানের জুটি গড়েন তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট