চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বালক বালিকাদের আবাসনের উপর শুরুত্ব আরোপ

শেখ রাসেল ক্লাব কাপ বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন আজ

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১১ অক্টোবর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ২ দিন ব্যাপী শেখ রাসেল ক্লাব কাপ বয়স ভিত্তিক (অনূর্ধ্ব-১১-১২, ১৩-১৪ ও ১৫-১৬ বছর) সাঁতার প্রতিযোগিতা আজ ও কাল ১২ অক্টোবর সিজেকেএস সুইমিংপুলে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে খেলা শুরু হলেও ১০টায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর। সভাপতিত্ব করবেন, সিজেকেএস সাঁতার কমিটির চেয়ারম্যান ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল।

এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন, স্পন্সর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. সামশুদ্দোহা, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস ও সিজেকেএস সাঁতার কমিটির চেয়ারম্যান ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল। এতে বিভিন্ন তথ্য তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ। এ সময় অন্যান্যের মধ্যে সুইমিং ফেডারেশনের দু-জন যুগ্ম সম্পাদক মো. সেলিম মিয়া ও আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ রেজাউল করিম, সদস্য ও সিজেকেএস সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান আসলাম মোরশেদ, সিজেকেএস সাঁতার কমিটির সম্পাদক মাহামুদুর রহমান মাহাবুব, স্থানীয় ব্যবস্থাপনা কমিটির কনভেনার মো. শাহাজাহান এবং সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, নাসির মিঞা, রায়হান উদ্দিন রুবেল, শওকত হোসাইনসহ একাধিক সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে দুরদুরান্ত থেকে খেলতে আসা অনূর্ধ্ব-১১-১২, ১৩-১৪ ও ১৫-১৬ বছরের বালক বালিকাদের আবাসনের ব্যাপারে শুরুত্বআরোপ করা হলে, আয়োজকরাও এ নিয়ে সদ্যুত্তর দেন এবং এর পেছনে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনের আন্তরিকতার কথা শ্রদ্ধার সাথে উল্লেখ করেন। ২দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বালক বালিকাদের উল্লেখিত ৩টি গ্রুপে ২দিনে ২২টি করে ৪৪টি ইভেন্টে অংশ নেবে। এতে চট্টগ্রামের হালদা সুইমিং ক্লাবসহ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এফিলেটেড মোট ৪৫ টি ক্লাব অংশ নেবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট