চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইব্রার মূর্তি উন্মোচন

১১ অক্টোবর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

ঘরের মাঠের এ ক্লাবের পর আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, মিলান, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইউরোপের সেরা ক্লাবগুলোতে দাপিয়ে খেলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ক্লাবের সঙ্গে সুইডেনের জার্সিতে চোখ জুড়ানো পারফরম্যান্সে ভক্তদের তৃপ্ত করেছেন তিনি। তাই ঘরের ছেলেকে সম্মানিত করতে এবার বিশাল এক ব্রোঞ্জের মূর্তি বানিয়েছে সুইডেন। সুইডিশ এফএ-এর তত্ত্বাবধানে ইব্রার মূর্তিটি নির্মিত হয়েছে। ইব্রার খালি গায়ে দু’হাত প্রসারিত মূর্তিটি নির্মাণ করা হয়েছে তার শৈশবের ক্লাব মালমো স্টেডিয়ামের বাইরে।

সমর্থকদের সামনে এই মূর্তি উন্মোচনের পর সেটির সামনে দাঁড়িয়ে দু’হাত প্রসারিত করে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে ইব্রাকে। ইউরোপের নাম করা ক্লাবগুলোতে দাপিয়ে খেলার পর বর্তমানে মেজর লিগ সকারে এল গ্যালাক্সির হয়ে খেলছেন ইব্রা। সুইডেন ফুটবল এসোসিয়েশনের এমন আয়োজনে উচ্ছ্বসিত ৩৮ বছর বয়সি এ তারকা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় আছেন, দেখতে কেমন তা কোনো ব্যাপার নয়। এই মূর্তি যেকোনো সম্ভাবনার প্রতীক।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট