চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বুট জোড়া তুলে রাখলেন শোয়েনস্টাইগার

স্পোর্টস ডেস্ক

১০ অক্টোবর, ২০১৯ | ১:৪২ পূর্বাহ্ণ

জার্মান কিংবদন্তি মিড ফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার বিদায় জানালেন ফুটবলকে। জাতীয় দল থেকে অবশ্য আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন, এবার সব ধরণের ফুটবলকে বিদায় জানিয়ে তুলে রাখলেন বুট জোড়া। বর্ণাঢ্য ক্যারিয়ারের বেশিরভাগ সময় জুড়ে খেলেছেন বায়ার্ন মিউনিখে, এরপর সেখান থেকে নাম লিখিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। আর ক্যারিয়ারের শেষ ৩ বছর খেলেছেন শিকাগো ফায়ারের হয়ে। অবসরের কথা জানিয়ে শোয়েনস্টাইগার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমার সময় হয়েছে। এই মৌসুম শেষে আমার ক্যারিয়ারের ইতি টানতে চাই। বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, শিকাগো ফায়ার এবং জার্মান জাতীয় দলকে ধন্যবাদ জানাতে চাই। তাদের জন্যই অবিশ্বাস্য সময় কেটেছে আমার।’ তবে ফুটবল খেলা থেকে অবসরের ঘোষণা দিলেও ফুটবল থেকে দূরে সরে যাচ্ছেন না শোয়েনস্টাইগার। চলতি মৌসুম শেষে ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজের সঙ্গেই যুক্ত হওয়ার পরিকল্পনা আছে তার।

শেয়ার করুন