চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভুটানকে হারিয়ে শুরু বাংলাদেশের

১০ অক্টোবর, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

ভুটানকে তাদের মাঠে হারিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের মুকুট ফিরে পাওয়ার মিশন শুরু করেছে বাংলাদেশ।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে গতকাল বুধবার বয়সভিত্তিক এই প্রতিযোগিতার তৃতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। দারুণ এই জয়ে ভুটানের ওপর আধিপত্য ধরে রাখল মেয়েরা। প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে লিগ পর্বে ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ। পরের বার ৫-০ ব্যবধানে উড়িয়ে ফাইনালে উঠেছিল দল। শুরু থেকে গোছালো ফুটবল খেলা বাংলাদেশ এগিয়ে যায় ২০তম মিনিটে। ডি-বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন শাহেদা আক্তার। ৩১তম মিনিটে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা রোজিনা আক্তার প্লেসিং শটে জাল খুঁজে নেন। ৫৭তম মিনিটে রোজিনার শট গোলরক্ষক ফেরালে ব্যবধান আর বাড়েনি। ২০১৭ সালে প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালের দ্বিতীয় আসরে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল দল। আগামীকাল শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৪-১ গোলে হেরে এবারের টুর্নামেন্ট শুরু করেছে নেপাল।-বিডিনিউজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট