চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম আবাহনীর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আজ

১০ অক্টোবর, ২০১৯ | ১:৪২ পূর্বাহ্ণ

যে ছোট্ট শিশুটি ক্রীড়াঙ্গণে দাপিয়ে বেড়ানো শুরু করেছিল আজ ১০ অক্টোবর সেই শিশু সংগঠনটি অনেক অর্জণের ভা-ার নিয়ে পদার্পণ করছে ৩৯ বছরে। বলা হচ্ছে চট্টগ্রাম আবাহনীর কথা। দেশের মাটিতেতো বটেই দেশের বাইরেও চট্টগ্রাম আবাহনীর উজ্জ্বল উপস্থিতি, যে কারণে লাল-সবুজের এ দেশে আকাশী-নীলের আবাহনটা এখনও চোখে পড়ার মতো। ১৯৮০ সালে লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরীর আহবানে প্রথম সভা করার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্র গঠিত হয়েছিল। কালের পরিক্রমায় সেই আবাহনী বাংলাদেশের ক্রীড়াঙ্গণে বটবৃক্ষ। ক্লাবটির সাবেক ও বর্তমান কর্মকর্তারা ক’দিন আগে এক সভায় ঘোষণা দিয়েছিলেন, ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘটা করে পালন করা হবে। আজ সেই দিন, চট্টগ্রাম আবাহনী লিমিটেড এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম আবাহনীর বর্তমান, সাবেক কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এক আলোচনা সভা ও ৩৯ পাউন্ডের কেক কাটা অনুষ্ঠান এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস মিলনায়তনে বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চসিক মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন।

অনুষ্ঠানে আবাহনীর সকল কর্মকর্তা, খেলোয়াড়, সমর্থক গোষ্ঠী নেতৃবৃন্দ ও সমর্থক শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য প্রতিষ্ঠাতা যুগ্ম-সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক ফয়েজুল কবির, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুরুল আলম মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন ভুলু, আবাহনী সমর্থকগোষ্ঠী কেন্দ্রীয় সহ-সভাপতি সভাপতি মফিজুর রহমান, সমর্থক গোষ্ঠীর মহানগর সভাপতি নাসির উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক সফিউর রহমান টিপু, উত্তর জেলা সমর্থক গোষ্ঠীর সভাপতি শাহাবুদ্দীন হাসান বাবু, সাধারন সম্পাদক রাশেদ খান মেনন, দক্ষিণ জেলা সমর্থক গোষ্ঠীর সভাপতি প্রকৌ. জসিম উদ্দিন ও সাধারন সম্পাদক ইকবাল মোশেদ অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন