চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

২য় বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন রাইজিং জুনিয়র

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১০ অক্টোবর, ২০১৯ | ১:৪২ পূর্বাহ্ণ

সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে রাইজিং স্টার ক্লাব জুনিয়র। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টি বিঘিœত খেলায় রাইজিং স্টার (জুনিয়র) প্যারাবোলা ম্যাথডে ২ রানে রাফা ক্রিকেট ক্লাবকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করেছে। এ জয়ের ফলে দলটি আগামী মওসুমে প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

গতকালের খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করে রাইজিং স্টার ক্লাব জুনিয়র ৩৮.২ ওভারে ১৩৭ রানে অল-আউট হয়। জবাবে ২৮ ওভারে ৮ উইকেট হারানো রাফা ক্রিকেট ক্লাবের ইনিংস বৃষ্টিতে থেমে যায়। পরে আর খেলা মাঠে না গড়ালে প্যারাবোলা ম্যাথডে ২ রানে জয়ী হয় রাইজিং স্টার ক্লাব জুনিয়র। রাইজিং স্টার জুনিয়রের ইনিংসে রোকোনুল আবেদিন সর্বোচ্চ অপ: ৫০ রান করেন। তার ইনিংসে ৫৫ বলে ৫টি চার ও ১টি ছক্কার মার ছিলো। অন্যান্যের মধ্যে মো. হোসেন ২০ রান করেন ১টি চার ও সমসংখ্যক ছক্কার মাধ্যমে। অতিরিক্ত খাতে ৩১ রান যোগ হয়। রাফা’র হান্নান ১৩, শিহাব ২৫, মেহেদি ২৮ ও মিলন ২৯ রানে ২টি করে এবং রাজন ২১ রানে ১ উইকেট নেন। রাফার ইনিংসে হান্নান ২ চার ও ১ছক্কায় ২২, মেহেদী ২ চার ও ১ছক্কায় ১৯ , মিলন ১ ছক্কায় অপ: ১০ ও মিশাল ২ চারে অপ: ১০ রান করেন। অতিরিক্ত খাতে ১৯ রান যোগ হয়। রাইজিং স্টার জুনিয়রের মফিজুর ১৬ ও রাশেদ ২৪ রানে ৩টি করে এবং রোকোনুল আবেদিন ৯ ও আকিবুল ২৯ রানে ১টি করে উইকেট নেন। উল্লেখ্য রাইজিং স্টার ক্রিকেট একাডেমির ক্রিকেটার নিয়ে গড়া চ্যাম্পিয়ন হওয়া এ দলটির পেছনে নিরলস পরিশ্রম করেছেন কোচ মো. আজিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, মাত্র ৬ মাসের ট্রেনিং-এ একেবারে নতুন খেলোয়াড় দিয়েই আমরা লিগে চ্যাম্পিয়ন হতে পেরেছি। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম। রানার্স আপ ট্রফি প্রদান করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান সহ দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিজেকেএস কাউন্সিলর ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসাইন।

শেয়ার করুন