চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সাইফ পাওয়ার টেক ফজলুল কবির চৌধুরী স্মৃতি ফুটবলে মাদার্শা একাদশ চ্যাম্পিয়ন

নিজস্ব সংবাদদাতা হ রাউজান

১০ অক্টোবর, ২০১৯ | ১:৪২ পূর্বাহ্ণ

হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতির উদ্যোগে, রাউজান উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাইফ পাওয়ার টেক এ কে এম ফজলুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হাটহাজারী মাদার্শা একাদশ। গতকাল বুধবার বিকেলে রাউজান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে (নির্ধারিত সময় ০-০ ড্র) ৫-৪ গোলে কিষোয়ান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। ম্যান অব দ্য ফাইনাল হন বিজয়ী দলের গোল কিপার করিম। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন মাদার্শা একাদশকে ট্রফি ও ১ লাখ টাকার এবং রানার্স আপ কিষোয়ানকে ট্রফিসহ ও ৫০ হাজার প্রাইজমানি তুলে দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আবদুল ওহাব। হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতির সভাপতি জিয়াউল হক চৌধুরী সুমন, কর্মকর্তা মো. আবছার ও সদস্য সচিব জয়নাল আবেদীনের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, জে কে গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ ও ওসি কেপায়েত উল্লাহ। হাজার হাজার দর্শকে মুখরিত রাউজান কলেজ মাঠে স্মরণকালের সেরা দর্শক হয়েছে বলে মন্তব্য করেন অনেকে।

পুরো খেলা চলাকালে বৃষ্টি অব্যাহত থাকায় বৃষ্টিতে ভিজেই বেশিরভাগ দর্শক খেলা দেখেন। ফাইনাল খেলা শুরুর আগে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন দল নৃত্যের মাধ্যমে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবিএম ফজলে করিম চৌধুরী এমপির চরিত্র ফুটিয়ে তোলেন। খেলা শেষে ছিল চোখ ধাঁধানো আতশবাজি। এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দৈনিক পূর্বকোণ, দৈনিক আজাদী, দৈনিক পূর্বদেশ ও সিপ্লাস।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট