চট্টগ্রাম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

৯৯ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট, ২০২৪ | ১:১৬ অপরাহ্ণ

বৃষ্টিতে কারণে গতকালের পরিত্যক্ত ম্যাচ শুরু হয় আজদ্বিতীয় দিনে। দিনের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। প্রথম ওভারেই উইকেট এনে দেন তাসকিন আহমেদ। কিন্তু সেটাই শেষ। দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব–শান মাসুদের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তান শুধু প্রাথমিক ধাক্কাই সামলে ওঠেনি, রাওয়ালপিন্ডির তপ্ত রোদে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলেছে।

লাঞ্চ বিরতির আগে ১ উইকেটে ৯৯ রান করেছে তারা। ওয়ানডে স্টাইলে খেলে অধিনায়ক শান মাসুদ ৫৩ ও আরেক ওপেনার সাইম আইয়ুব অপরাজিত আছেন ৪৩ রানে।

 

১৪ মাস পর দলে ফিরে প্রথম ওভারেই উইকেটের দেখা পান তাসকিন। ওভারের শেষ বলে দারুণ এক ডেলিভারিতে ওপেনার আব্দুল্লাহ শফিকের (০) স্টাম্প উপড়ে ফেলেন ডানহাতি এই পেসার।

 

কিন্তু সেই শুরুটা আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ক্রিজে এসেই আক্রমণাত্মক খেলা শুরু করেন শান মাসুদ। তাকে দারুণ সঙ্গ দিয়ে একপ্রান্ত আগলে রাখেন সাইম। দুজনে মিলে বেশ সানন্দেই পার করেন প্রথম সেশন।

 

এদিকে এই ম্যাচের একাদশে একটি বদল এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদকে জায়গা করে দিয়েছেন শরিফুল ইসলাম। পাকিস্তানের একাদশে পরিবর্তন এসেছে দুটি। নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদির জায়গা নিয়েছেন আবরার আহমেদ ও মীর হামজা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন