চট্টগ্রাম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

স্বাগতিক ফ্রান্সের হার ৩-৫ গোলে

অলিম্পিক ফুটবলে স্পেনের স্বর্ণ হাসি

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট, ২০২৪ | ১২:০৭ অপরাহ্ণ

প্যারিস অলিম্পিকে পুরুষ ফুটবলে স্বর্ন জিতেছে স্পেন। গতকাল রাতে ফ্রান্সের পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে তারা ৫-৩ গোলে হারায় স্বাগতিকদের। গতকালের এই সাফল্যে ৩২ বছরের অপেক্ষার অবসান হলো জাতীয় পর্যায়ে সদ্যই ইউরো জেতা স্পেনের। সর্বশেষবার স্পেন স্বর্ণ হাসি হেসেছিল ১৯৯২ সালে। অন্যদিকে ৪০ বছরের খরা অবসানের লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-২৩ পর্যায়ে অলিম্পিত দ্বৈরথে ফ্রান্স পিছিয়ে পড়েও দূর্দান্ত কামব্যক করেও শেষটা রাঙাতে ব্যর্থ হয়। অলিম্পিকে ফ্রান্স সর্বশেষ স্বর্ণ জিতেছিল ১৯৮৪ সালে। আসরে ব্রোঞ্জ জয় করে মরক্কো। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা হারায় মিশরকে।

পিএসজির মাঠে দু’দলের ফাইনাল নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়ে স্পেনের জয়ের নায়ক বনে যান ক্যামেলো। বদলি হিসাবে নেমে ১০০ ও ১২০ মিনিটে স্পেনের ৪র্থ ও ৫ম গোল দুটি করেন। এর আগে খেলা শুরুর ১১ মিনিটে পিছিয়ে পড়ে স্বর্ণজয়ীরা। ফরাসিদের এগিয়ে দেন মিলট। পরের ১০ মিনিটে দু’গোল করে স্পেন লিড নিয়ে নেয়। দুটি গোলই করেন লোপেজ। এ সময়ের মধ্যে বীনা আরেকটি গোল করলে স্পেনের লিড দাঁড়ায় ৩-১ এ। ৭৯ মিনিটে একিলোচো ব্যবধান কমান। তবে ফরাসিদের আবারও ম্যাচে ফেরান মাতেতা। নির্ধারিত সময়ের খেলার ইনজুরি টাইমে (৯৩ মিনিট) পেনাল্টি থেকে গোল করে ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময়ে। সেখানেই ক্যামেলো ঝলক এবং স্পেনের স্বর্ণ হাসি।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট