চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাফুফে বলছে আসার সম্ভাবনা

আর্জেন্টিনাসহ তিন বিশ্বকাপ খেলুড়ে দেশ আসছে বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক

৯ অক্টোবর, ২০১৯ | ২:৩৩ পূর্বাহ্ণ

আট বছর আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিলেন লিওনেল মেসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবার দেখা যেতে পারে আর্জেন্টাইন অধিনায়কের খেলা। প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের অফিশিয়াল টুইটার প্রোফাইলে জানানো হয়েছে, আগামী নভেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ঢাকা আসছে আর্জেন্টিনা দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যাচ দুটির কথা নিশ্চিত না করলেও বলেছে এটি অনুষ্ঠানের জোর সম্ভাবনার কথা। ঢাকায় আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা জাতীয় দলের সফর সম্পর্কে আলোচনা হয়েছে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘আনুষ্ঠানিকভাবে দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। তারাও আগ্রহী, আমরাও আগ্রহী। তিনটি বিষয় নিয়ে এখনো আমরা কাজ করছি। এর মধ্যে অন্যতম দুটি বিষয় অর্থ ও নিরাপত্তা। আশা করি ১০ দিনের মধ্যেই চূড়ান্ত কিছু বলতে পারব।’ এর আগে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীও একই রকম বক্তব্য দিয়েছিলেন, ‘টুইট (প্যারাগুয়ে ফুটবল এসোসিয়েশনের) করা মানেই এটা নিশ্চিত নয় যে, আগামী ১৮ নভেম্বর ঢাকায় (আর্জেন্টিনার) ম্যাচটি হবে। এখানে তিনটি শর্ত রয়েছে- নিরাপত্তা, টাকা ও তৃতীয়টি আমি এখনই বলছি না। এই তিনটি শর্ত আমরা পূরণ করতে পারলে প্রীতি ম্যাচটি হবে।’ এই মাসে জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞার কারণে এই দুই ম্যাচে থাকছেন না মেসি। আগামী মাসে এশিয়া সফরে আসার কথা আর্জেন্টিনার। সেখানে ব্রাজিল ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে লিওনেল স্কালোনির দলের। ১৫ নভেম্বর সৌদি আরবে ব্রাজিলের মুখোমুখি হওয়ার খবর জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো। এই ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরতে পারবেন মেসি। এর তিনদিন পর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন এক টুইটার পোস্টে জানিয়েছে, ১৮ নভেম্বরের সেই ম্যাচটি হবে ঢাকাতে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এই ম্যাচে তাই খেলতে পারবেন মেসিও। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি ছাড়াও ১৫ নভেম্বর ঢাকাতেই ভেনেজুয়েলার সাথে প্রীতি ম্যাচ খেলবে প্যারাগুয়ে। ২০১১ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ছিলেন মেসি। ম্যাচটি ৩-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট