চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম অঞ্চল গ্রীষ্মকালীন ক্রীড়ায় কোয়ান্টাম স্কুলের সাফল্য

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের সাফল্য অঞ্চল পর্যায়ের ৪৮তম গ্রীষ্মকালীন আসরেও অব্যাহত রয়েছে। হ্যান্ডবলের উভয় গ্রুপ ও কাবাডি বালক গ্রুপের শিরোপা জিতেছে পার্বত্য জেলার প্রত্যন্ত এলাকার দলটি। গতকাল চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে হ্যান্ডবলের উভয় গ্রুপের ফাইনালে তারা হারায় কুমিল্লা ক্যান্টনমেন্ট ইস্পাহানি পাবলিক স্কুলকে। হ্যান্ডবল বালক গ্রুপে জয় ছিল ১৪-২ এবং বালিকা গ্রুপে ছিল ১৯-০ গোলে। শেষে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাগতিক স্কুলের প্রধান শিক্ষক হাসমত জাহান। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে ফুটবল বালক গ্রুপের ফাইনালে টাইব্রেকারে সিলেটের গোয়াইনঘাট কেওরবাজার স্কুল ৪-২ গোলে ফেনীর ছাগলনাইয়া পাইলট স্কুলকে, বালিকা গ্রুপে ঘাগড়া স্কুল ৫-০ গোলে কুমিল্লার বাঞ্চারামপুর বালিকা স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন স্বাগতিক স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত দাশ। ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুল মাঠে কাবাডি বালক গ্রুপে কোয়ান্টাম কসমো স্কুল ৪৪-৩৩ পয়েন্টে সিলেট জহিরিয়া স্কুলকে এবং বালিকা গ্রুপের ফাইনালে রাঙ্গামাটির ভুবনজয় সরকারি স্কুল ৩২-২০ পয়েন্টে কুমিল্লার লালমাই বালিকা স্কুলকে হারিয়ে চুড়ান্ত পর্বে উঠে আসে। শেষে স্বাগতিক স্কুলের প্রধান শিক্ষক শাহেদা আক্তার পুরস্কার বিতরণ করেন। সাঁতার প্রতিযোগিতা আজ শুরু: চট্টগ্রাম আউটার স্টেডিয়াম সংলগ্ন জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে বকুল অঞ্চলের সাঁতার প্রতিযোগিতা শুরু হবে সকাল সাড়ে ৮টায়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট